একসময় ভারতের মধ্যবিত্ত পরিবারের স্বপ্নের স্কুটার ছিল কাইনেটিক ডিএক্স। ১৯৮৪ সালে হোন্ডার সঙ্গে যৌথ উদ্যোগে কাইনেটিক ইঞ্জিনিয়ারিং বাজারে এনেছিল দেশের প্রথম দুই-স্ট্রোক অটোমেটিক স্কুটার, কাইনেটিক হোন্ডা ডিএক্স। সেই সময়ের প্রচলিত ভেসপা ও বাজাজ স্কুটার যেখানে গিয়ার ঘুরিয়ে চালাতে হত, সেখানে কাইনেটিক ছিল সম্পূর্ণ ভিন্ন। স্টাইলিশ ডিজাইন, প্রশস্ত হেডল্যাম্প, স্বয়ংক্রিয় ট্রান্সমিশন এবং সেলফ-স্টার্ট, এই সব কিছুই কাইনেটিককে আলাদা পরিচিতি দিয়েছিল।
তখনকার দিনে ৯৮ সিসি ইঞ্জিনের এই স্কুটার ৭.৭ এইচপি শক্তি এবং ৯.৮ এনএম টর্ক উৎপন্ন করত। কোম্পানির বিজ্ঞাপনে দাবি করা হয়েছিল, এর রক্ষণাবেক্ষণ খরচ মাসে মাত্র ২১ টাকা! সেই সময়েই এটি তরুণদের কাছে এক ট্রেন্ড আইকন হয়ে ওঠে।
ফিরছে আইকনিক স্কুটার, এবার বৈদ্যুতিক অবতারে
প্রায় চার দশক পরে, ফের সেই স্মৃতির পাতায় ঝড় তুলতে হাজির হচ্ছে কাইনেটিক ডিএক্স—তবে এবার একদম নতুন রূপে। ফিরোদিয়া পরিবারের নেতৃত্বে কাইনেটিক গ্রিন আনছে এর ইলেকট্রিক সংস্করণ। কোম্পানি ইতিমধ্যেই নতুন মডেলের ডিজাইন পেটেন্ট করেছে এবং বিভিন্ন সময়ে টেস্টিং চলাকালীন এর ছবি ধরা পড়েছে।
কাইনেটিক গ্রিনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৮ জুলাই লঞ্চ হতে চলেছে নতুন কাইনেটিক ডিএক্স ইভি। আইকনিক রেট্রো ডিজাইন অপরিবর্তিত থাকলেও আধুনিক বৈশিষ্ট্য ও প্রযুক্তি যুক্ত করা হবে। দেখা গেছে প্রশস্ত হেডল্যাম্প, স্টাইলিশ ফ্রন্ট অ্যাপ্রোন, আরামদায়ক লম্বা সিট—সব মিলিয়ে এক ঝলকে পুরনো দিনের কাইনেটিককেই মনে করিয়ে দেয়।
প্রতিযোগিতার ময়দানে
যদিও এখনো পাওয়ারট্রেন, ব্যাটারি প্যাক বা রেঞ্জ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি, ধারণা করা হচ্ছে এটি আধুনিক ইভি প্রযুক্তিতে সজ্জিত হবে এবং সরাসরি টক্কর দেবে বাজাজ চেতক ইলেকট্রিক, টিভিএস আইকিউব, হিরো ভিদা ও ওলা ইলেকট্রিক স্কুটারকে।
৪১ বছর আগে যে স্কুটার ভারতের দ্বিচক্রযান বাজারে নতুন ধারা এনেছিল, সেই কাইনেটিক ডিএক্স আবারও নতুনভাবে ইতিহাস গড়ার পথে। ২৮ জুলাইয়ের অপেক্ষায় এখন সব কাইনেটিকপ্রেমী!