META Mark Zuckerberg: ভারত নিয়ে মার্ক জুকারবার্গের মন্তব্য, ক্ষমা চাইতে বাধ্য হল Meta

'এটা ভারতের সাধারণ নাগরিকদের জয়। নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছেন তাঁরা'। এক্স-এ লিখেছেন নিশিকান্ত দুবে।

Advertisement
ভারত নিয়ে মার্ক জুকারবার্গের মন্তব্য, ক্ষমা চাইতে বাধ্য হল Metaভারত নিয়ে কী বলেছেন জুকারবার্গ?
হাইলাইটস
  • ভারত সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং মেটার সিইও মার্ক জুকারবার্গ।
  • ক্ষমা চাইল মেটা। দাবি নিশিকান্তের দুবে।

ভারত নিয়ে মার্ক জুকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমতা চাইল ফেসবুকের 'অভিভাবক সংস্থা' মেটা। এ কথা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার)পোস্ট করে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে। মঙ্গলবার তিনি জানিয়েছিলেন,'মার্ক জুকারবার্গের মন্তব্যের জন্য মেটাকে তলব করবে একটি সংসদীয় কমিটি'। মার্ক জুকারবার্গের কোন মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হল মেটাকে?

নিশিকান্ত দুবে এক্স-এ লিখেছেন,'ভারতীয় সংসদ এবং সরকারের উপর ১৪০ কোটি মানুষের আশীর্বাদ এবং জনসাধারণের ভরসা রয়েছে। মেটার ভারতীয় কর্তা ক্ষমা চেয়েছেন। তিনি যোগ করেছেন,'এটা ভারতের সাধারণ নাগরিকদের জয়। নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছেন তাঁরা। সেই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী নেতৃত্বকে প্রতিনিধিত্ব করার ক্ষমা দিয়েছেন। এই বিষয়ে যথাবিহিত দায়িত্ব পালন করেছে কমিটি। এই ধরনের যে কোনও বিষয়ে ভবিষ্যতেও নেট মাধ্যমের কর্তাদের ডাকা হবে'।  

ঠিক কোন কারণে ক্ষমা চাইতে হল মার্ক জুকারবার্গের সংস্থাকে?

জো রোগানের পডকাস্টে ভারত সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং মেটার সিইও মার্ক জুকারবার্গ। তিনি দাবি করেন,'ভারত-সহ বিশ্বের বহু দেশেই কোভিড-১৯ পরবর্তী নির্বাচনে হেরেছে ক্ষমতাসীন দল। যা স্পষ্ট বুঝিয়ে দেয়, কোভিড মহামারির পরে সরকারের উপর ভরসা হারিয়েছেন সাধারণ মানুষ'।  

ভারতে সরকার বদল নিয়ে মার্ক জুকারবার্গের এই দাবি ভুল। করোনার পরে ২০২৪ সালে ভারতে লোকসভা নির্বাচন হয়েছিল। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বিজেপিই ফের ক্ষমতায় এসেছে। এনডিএ জোট হিসেবে দেখলে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে বেশিই পেয়েছে গেরুয়া শিবির। স্বাভাবিকভাবেই কেন্দ্রের শাসক দল মনে করছেন, মার্ক জুকারবার্গের মন্তব্য বিশ্বে ভারত সরকার নিয়ে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছেন। ফেসবুক প্রতিষ্ঠাতার সমালোচনা করেছেন কেন্দ্রীয় আইটি এবং যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।  
  
এক্স হ্যান্ডেলে অশ্বিনী বৈষ্ণব লিখেছেন,বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতে ২০২৪ সালের নির্বাচনে ৬৪ কোটি মানুষ অংশ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের প্রতি আস্থা দেখিয়েছেন ভারতের সাধারণ মানুষ। মার্ক জুকারবার্গের দাবি যে ভারত-সহ বিশ্বের বেশিরভাগ ক্ষমতাসীন সরকার কোভিডের পরে নির্বাচনে হেরেছে, তা ভুল।' অশ্বিনী বৈষ্ণব নিজের পোস্টে Meta on X-কে ট্যাগও করেছেন।
 

Advertisement

POST A COMMENT
Advertisement