Micromax ভারতে তাদের বাজেট স্মার্টফোন In 2c লঞ্চ করেছে। Micromax In 2c গত বছর লঞ্চ করা In 2b-র মতোই। এর পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটি প্রতিযোগিতা মূলত Infinix Hot 11 2022, Realme C31 এবং Poco C3-এর সঙ্গে।
কত দাম?
ভারতে Micromax In 2c-এর দাম রাখা হয়েছে 8,499 টাকা। এই দাম শুধুমাত্র 3GB RAM এবং 32GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য। তবে সংস্থা এটাকে ইন্ট্রোডাক্টরি অফারে মাত্র 7,499 টাকায় বিক্রি করবে।
এই ফোনটি ই-কমার্স সাইট Flipkart এবং কোম্পানির সাইটে বিক্রি করা হবে। তবে এই অফার কতদিন চলবে তা স্পষ্ট নয়। পয়লা মে থেকে শুরু হবে বিক্রি। সংস্থা Micromax In 2c ব্রাউন এবং সিলভার কালারের অপশানে নিয়ে এসেছে।
জেনে নিন স্পেসিফিকেশন
Micromax In 2c Android 11-এ কার্যকরী। এতে রয়েছে ডুয়াল ন্যানো সিমের সুবিধা । এর স্ক্রিন 6.52-ইঞ্চি HD+। এতে রয়েছে Octa core Unisoc T610 প্রসেসার। সংস্থা এতে 3GB RAM দিয়েছে।
Micromax In 2c-এ ফটোগ্রাফির জন্য একটি 8-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। রয়েছে একটি ডেপথ সেন্সর। ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 5-মেগাপিক্সেল ক্যামেরাও রয়েছে।
Micromax In 2c-এ রয়েছে 32GB ইন্টারনাল মেমরি। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এটি 256GB পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে যা 10W স্ট্যান্ডার্ড চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন - হাতির শুঁড়ে কত জল ধরে? রইল উত্তর