Ola Roadster electric: মাত্র ৭৫ হাজার টাকায় স্টাইলিশ ই-বাইক আনল ওলা, এক চার্জে কতটা যাবে?

Ola Roadster Electric: নতুন  ৩টি ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করল ওলা ইলেকট্রিক। ওলা রোডস্টার ইলেকট্রিক মোটরসাইকেলের রেঞ্জে রয়েছে রোডস্টার এক্স, রোডস্টার এবং রোডস্টার প্রো। Roadster X-এর দাম 74,999 টাকা (এক্স-শোরুম) থেকে 99,999 টাকার মধ্যে। ওলা রোডস্টারের দাম 1.05 লক্ষ টাকা থেকে 1.40 লক্ষ টাকার মধ্যে।

Advertisement
মাত্র ৭৫ হাজার টাকায় স্টাইলিশ ই-বাইক আনল Ola, এক চার্জে কতটা যাবে?লা রোডস্টার ইলেকট্রিক মোটরসাইকেলের রেঞ্জে রয়েছে রোডস্টার এক্স, রোডস্টার এবং রোডস্টার প্রো।
হাইলাইটস
  • নতুন  ৩টি ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করল ওলা ইলেকট্রিক।
  • ওলা রোডস্টার ইলেকট্রিক মোটরসাইকেলের রেঞ্জে রয়েছে রোডস্টার এক্স, রোডস্টার এবং রোডস্টার প্রো।
  • Roadster X-এর দাম 74,999 টাকা (এক্স-শোরুম) থেকে 99,999 টাকার মধ্যে।

Ola Roadster Electric: নতুন  ৩টি ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করল ওলা ইলেকট্রিক। ওলা রোডস্টার ইলেকট্রিক মোটরসাইকেলের রেঞ্জে রয়েছে রোডস্টার এক্স, রোডস্টার এবং রোডস্টার প্রো। Roadster X-এর দাম 74,999 টাকা (এক্স-শোরুম) থেকে 99,999 টাকার মধ্যে। ওলা রোডস্টারের দাম 1.05 লক্ষ টাকা থেকে 1.40 লক্ষ টাকার মধ্যে। রোডস্টার প্রো-র দাম 2 লক্ষ টাকা থেকে 2.50 লক্ষ টাকা। দামগুলি এক্স-শোরুম।

ওলা ইলেকট্রিক রোডস্টার 

ওলা ইলেকট্রিক

ওলা ইলেকট্রিক রোডস্টার।

রোডস্টার এক্স-এ 2.5kWh, 3.5kWh এবং 4.5kWh ব্যাটারি প্যাকের অপশন পাবেন।

রোডস্টারে 3.5kWh, 4.5kWh এবং 6kWh ব্যাটারি প্যাক।

Roadster Pro-তে 8kWh এবং 16kWh ব্যাটারি প্যাক অপশন রয়েছে৷

রোডস্টার X এবং রোডস্টারের জন্য ডেলিভারিগুলি FY25-র Q4 থেকে শুরু হবে। রোডস্টার প্রো-র ডেলিভারিগুলি FY26-র Q4 থেকে শুরু হবে৷

ওলা ইলেকট্রিক রোডস্টার প্রো

ওলা ইলেকট্রিক

ওলা ইলেকট্রিক রোডস্টার এক্স।

টপ-এন্ড রোডস্টার এক্স ভেরিয়েন্টে 200 কিলোমিটার রেঞ্জ আছে বলে দাবি সংস্থার। রোডস্টারের রেঞ্জ 248 কিমি বলে দাবি করছে ওলা। রোডস্টার প্রো-র টপ ভেরিয়েন্টের IDC রেঞ্জ 579 কিলোমিটার রয়েছে বলে দাবি ওলা ইলেকট্রিকের। তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে ওলার ফিউচারফ্যাক্টরিতে বার্ষিক লঞ্চ ইভেন্টে এই তিনটি মোটরসাইকেলের ঘোষণা করা হয়।

POST A COMMENT
Advertisement