scorecardresearch
 

Ola S1 X: Splendor-এর দামে নতুন ই-স্কুটার Ola-র! এক চার্জেই ছুটবে ১৫০ কিমি

ওলা ইলেকট্রিক জানিয়েছে, ওলা এস ওয়ান প্রো-কে আরও বেশি স্পিড এবং রেঞ্জের কথা মাথায় রেখে আপডেট করা হয়েছে। চলতি বছরের শুরুতে কম বাজেটের ক্রেতাদের কথা মাথায় রেখে Ola S1 Air লঞ্চ করা হয়েছিল। সেই একই সেগমেন্টে Ola S1 X-এর তিনটি নতুন মডেল আনা হয়েছে। এর মধ্যে তিনটি মডেল রয়েছে: S1 X+, S1 X এবং S1 X (2kWh)।

Advertisement
ওলা এস ওয়ান এক্স ওলা এস ওয়ান এক্স
হাইলাইটস
  • আরও ৩টি নতুন ই-স্কুটার আনল সংস্থা। এতদিন দুইটি স্কুটার ছিল। আরও ৩টি নতুন যোগ করা হল।
  • Ola S1 Pro-তে নতুন আপডেটেড প্রযুক্তি যোগ করা হয়েছে। সেই সঙ্গে একেবারে নতুন সিরিজও চালু করেছে ওলা ইলেকট্রিক।
  • চলতি বছরের শুরুতে কম বাজেটের ক্রেতাদের কথা মাথায় রেখে Ola S1 Air লঞ্চ করা হয়েছিল। সেই একই সেগমেন্টে Ola S1 X-এর তিনটি নতুন মডেল আনা হয়েছে। এর মধ্যে তিনটি মডেল রয়েছে: S1 X+, S1 X এবং S1 X (2kWh)।

স্বাধীনতা দিবসের দিন বড় ঘোষণা Ola ইলেকট্রিকের। আরও ৩টি নতুন ই-স্কুটার আনল সংস্থা। এতদিন দুইটি স্কুটার ছিল। আরও ৩টি নতুন যোগ করা হল। Ola S1 Pro-তে নতুন আপডেটেড প্রযুক্তি যোগ করা হয়েছে। সেই সঙ্গে একেবারে নতুন সিরিজও চালু করেছে ওলা ইলেকট্রিক। Ola S1 X আনা হয়েছে। Ola S1 Pro-এর তুলনায় অনেক কমে পাবেন। 

বৈদ্যুতিক স্কুটারের জন্য নতুন MoveOS আপডেট চালু করেছে সংস্থা। ওলার দাবি এখনও পর্যন্ত এটিই সবচেয়ে বড় সফ্টওয়্যার আপডেট। ওলা ইলেকট্রিক তাদের ইভেন্টে চারটি নতুন কনসেপ্ট ইলেকট্রিক বাইকও লঞ্চ করেছে।

ওলা ইলেকট্রিক জানিয়েছে, ওলা এস ওয়ান প্রো-কে আরও বেশি স্পিড এবং রেঞ্জের কথা মাথায় রেখে আপডেট করা হয়েছে। চলতি বছরের শুরুতে কম বাজেটের ক্রেতাদের কথা মাথায় রেখে Ola S1 Air লঞ্চ করা হয়েছিল। সেই একই সেগমেন্টে Ola S1 X-এর তিনটি নতুন মডেল আনা হয়েছে। এর মধ্যে তিনটি মডেল রয়েছে: S1 X+, S1 X এবং S1 X (2kWh)।

আরও পড়ুন

Ola ইলেকট্রিক স্কুটারের দাম
Ola S1 Pro: ১,৪৭,৪৯৯ টাকা

Ola S1 Air: ১,১৯,৯৯৯ টাকা

Ola S1 X+: ১,০৯,৯৯৯ টাকা (ইন্ট্রোডাক্টরি প্রাইস: ২১ অগাস্ট পর্যন্ত ৯৯,৯৯৯ টাকায় পাবেন)

Ola S1 X: ৯৯,৯৯৯ টাকা (ইন্ট্রোডাক্টরি প্রাইস: ২১ অগাস্ট পর্যন্ত ৮৯,৯৯৯ টাকায় পাবেন)

Ola S1 X (2kWh): ৮৯,৯৯৯ টাকা (ইন্ট্রোডাক্টরি প্রাইস: ২১ অগাস্ট পর্যন্ত ৭৯,৯৯৯ টাকায় পাবেন)

ডেলিভারি এবং পার্চেস উইন্ডো
আজ থেকে সেকেন্ড জেনারেশনের Ola S1 Pro-র পার্চেস উইন্ডো শুরু হচ্ছে। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে স্কুটারের ডেলিভারি শুরু হবে।

সেকেন্ড জেনারেশনের Ola S1 X, S1 X+ এবং S1 X (2kW)-এর বুকিং জ থেকেই শুরু হয়ে যাচ্ছে। কিন্তু তিন স্কুটারেরই ডেলিভারি 
আগামী ডিসেম্বর থেকে শুরু হবে।

Advertisement

Ola স্কুটারের স্পেসিফিকেশন

Ola S1 Pro

ব্যাটারি: 4kWh

রেঞ্জ: ১৯৫ কিমি  

সর্বোচ্চ গতি: ১২০ কিমি প্রতি ঘণ্টা

Ola S1 Air

ব্যাটারি: 3kWh

রেঞ্জ: ১৫১ কিমি  

সর্বোচ্চ গতি: ৯০ কিমি প্রতি ঘণ্টা

Ola S1X 

ব্যাটারি: 2 বা 3 kWh

রেঞ্জ: ১৫১ কিমি 

সর্বোচ্চ গতি: ৯০ কিমি প্রতি ঘণ্টা 

TAGS:
Advertisement