Pebble Qore 2: ৪ হাজার টাকায় মিলবে ২০ হাজারের ডিভাইসের মজা, দেখুন

Pebble Qore 2 : সংস্থার তরফে জানানো হয়েছে, Qore সিরিজের প্রথম সংস্করণ ভালো সাড়া পাওয়ার পরই Qore 2 লঞ্চ করা হয়েছে। এই ব্যান্ডের নিয়মিত দাম রাখা হয়েছে ৫,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফারে এটি পাওয়া যাচ্ছে ৩,৭৯৯ টাকায়, যা সীমিত সময়ের জন্য প্রযোজ্য।

Advertisement
৪ হাজার টাকায় মিলবে ২০ হাজারের ডিভাইসের মজা, দেখুন

Pebble Qore 2 :ভারতে নতুন ধরনের ওয়েলনেস গ্যাজেট নিয়ে হাজির হল Pebble। সংস্থাটি সম্প্রতি লঞ্চ করেছে Pebble Qore 2, যা একেবারেই স্ক্রিনবিহীন একটি স্মার্ট ওয়েলনেস ব্যান্ড। যাঁরা বারবার চার্জ দেওয়া, নোটিফিকেশন বা সাবস্ক্রিপশন ঝামেলা চান না, তাঁদের লক্ষ্য করেই এই ডিভাইস বাজারে আনা হয়েছে।

Pebble Qore 2 মূলত জনপ্রিয় Whoop ব্যান্ডের ধারণা থেকেই অনুপ্রাণিত। তবে বড় পার্থক্য হল, এখানে কোনও মাসিক বা বাৎসরিক সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। একবার কিনলেই সমস্ত ফিচার ব্যবহার করা যাবে, যা ভারতীয় বাজারে বড় আকর্ষণ বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

সংস্থার তরফে জানানো হয়েছে, Qore সিরিজের প্রথম সংস্করণ ভালো সাড়া পাওয়ার পরই Qore 2 লঞ্চ করা হয়েছে। এই ব্যান্ডের নিয়মিত দাম রাখা হয়েছে ৫,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফারে এটি পাওয়া যাচ্ছে ৩,৭৯৯ টাকায়, যা সীমিত সময়ের জন্য প্রযোজ্য।

Pebble Qore 2 পাওয়া যাচ্ছে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও বিভিন্ন বড় ই-কমার্স প্ল্যাটফর্ম এবং অফলাইন স্টোরে। যদিও বাজারে স্ক্রিনবিহীন ফিটনেস ব্যান্ড একেবারে নতুন নয়, তবু Pebble দাবি করছে, ফিচার ও ব্যাটারি ব্যাকআপের দিক থেকে এটি অনেকটাই এগিয়ে।

স্বাস্থ্য পর্যবেক্ষণের ক্ষেত্রে Qore 2 বেশ শক্তিশালী। এই ব্যান্ড ২৪ ঘণ্টা হার্ট রেট, SpO2, HRV, শরীরের তাপমাত্রা, স্ট্রেস লেভেল, ঘুমের ধরন, হাঁটার সংখ্যা এবং দৈনন্দিন শারীরিক কার্যকলাপ ট্র্যাক করতে পারে।

স্ক্রিন না থাকলেও সেন্সরের মাধ্যমে শরীরের সব ধরনের অ্যাক্টিভিটি নিরবচ্ছিন্নভাবে রেকর্ড করে এই ব্যান্ড। মেটাল বডি ব্যবহার করা হয়েছে, ফলে ডিজাইন যেমন প্রিমিয়াম, তেমনই টেকসই বলেও দাবি সংস্থার।

Pebble Qore 2-এর সবচেয়ে বড় ইউএসপি হল ব্যাটারি লাইফ। একবার চার্জ দিলে টানা ৪৫ দিন পর্যন্ত চলতে পারে বলে দাবি করা হয়েছে। বর্তমান বাজারে যেখানে বেশিরভাগ স্মার্টওয়াচ বা ফিটনেস ব্যান্ড ৭-১০ দিনের বেশি চলে না, সেখানে এই ব্যাটারি ব্যাকআপ নজর কাড়ছে।

Advertisement

ব্যান্ডে সংগ্রহ হওয়া সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত তথ্য Pebble Halo অ্যাপে সিঙ্ক হয়। এই অ্যাপে AI-এর মাধ্যমে ডেটা বিশ্লেষণ করা হয় এবং এর জন্য আলাদা করে কোনও সাবস্ক্রিপশন নিতে হয় না। স্ক্রিনবিহীন, ঝামেলাহীন এবং দীর্ঘ ব্যাটারি লাইফ। এই তিনের সমন্বয়েই Pebble Qore 2 বাজারে নিজের জায়গা তৈরি করতে চাইছে।

POST A COMMENT
Advertisement