scorecardresearch
 

Jio-র ধামাকা, সস্তায় রোজ ২ জিবি করে ডেটা পাবেন এই প্ল্যানে

Jio-র বহু প্ল্যান রয়েছে। তার মধ্যে নির্দিষ্ট কিছু প্ল্যানেই বারবার রিচার্জ করেন গ্রাহকরা। কিন্তু এমন কিছু প্ল্যান রয়েছে, যার কথা কম লোকই জানেন। বিশেষত কম দামের রিচার্জ প্ল্যানের খোঁজে থাকেন অনেকে। কম টাকায় রিচার্জ করে বেশিদিন ডেটা কে না চায়? 

Advertisement
জিও-র সস্তার প্ল্যান জিও-র সস্তার প্ল্যান
হাইলাইটস
  • Jio-র বহু প্ল্যান রয়েছে। তার মধ্যে নির্দিষ্ট কিছু প্ল্যানেই বারবার রিচার্জ করেন গ্রাহকরা। কিন্তু এমন কিছু প্ল্যান রয়েছে, যার কথা কম লোকই জানেন।
  • কম দামের রিচার্জ প্ল্যানের খোঁজে থাকেন অনেকে। কম টাকায় রিচার্জ করে বেশিদিন ডেটা কে না চায়? 
  • জিও-র বেশ কিছু প্ল্যানে দিনে ২ জিবি পর্যন্ত ডেটা পাবেন। এর পাশাপাশি অন্য আরও সুবিধা পাবেন। Jio-র এই রিচার্জ প্ল্যানের দাম ২৪৯ টাকা। এই প্ল্য়ানে বেশ কিছু সুবিধা পাবেন। 

Jio-র বহু প্ল্যান রয়েছে। তার মধ্যে নির্দিষ্ট কিছু প্ল্যানেই বারবার রিচার্জ করেন গ্রাহকরা। কিন্তু এমন কিছু প্ল্যান রয়েছে, যার কথা কম লোকই জানেন। বিশেষত কম দামের রিচার্জ প্ল্যানের খোঁজে থাকেন অনেকে। কম টাকায় রিচার্জ করে বেশিদিন ডেটা কে না চায়? 

Jio-র পোর্টফোলিওতে বেশ কিছু রিচার্জ প্ল্যানের অপশন পাবেন। বেশ কিছু সস্তার ও তার পাশাপাশি দামি রিচার্জ প্ল্যান পাবেন। তাতে ডেটা ও কলিং দুইয়ের সুবিধাই পাবেন। 

জিও-র বেশ কিছু প্ল্যানে দিনে ২ জিবি পর্যন্ত ডেটা পাবেন। এর পাশাপাশি অন্য আরও সুবিধা পাবেন। Jio-র এই রিচার্জ প্ল্যানের দাম ২৪৯ টাকা। এই প্ল্য়ানে বেশ কিছু সুবিধা পাবেন। 

আরও পড়ুন

কত ডেটা পাবেন?
জিও-র এই প্ল্যানের ভ্যালিডিটি ২৩ দিন। এতে ইউজাররা রোজ ২জিবি করে ডেটা পাবেন। অর্থাৎ, মোট ৪৬ জিবি জেটা পাবেন। 

আনলিমিটেড 5G ডেটা
জিও-র এই প্ল্যানে ২ জিবি 5G স্পিডের ডেটা পাবেন। ফলে ফাইভ জি ফোন থাকলে এবং ফাইভ জি এনাবেলড স্থানে থাকলে Jio স্বাগতম অফারে আনলিমিটেড 5G ডেটা পাবেন। 

কল ও SMS
Jio-র এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ ১০০টি SMS-এর সুবিধা পাবেন। 

OTT অফার
Jio-র এই রিচার্জ প্ল্যানে Jio TV, Jio Cinema এবং Jio ক্লাউডের অ্যাকসেস পাবেন। 

তবে এক্ষেত্রে উল্লেখ্য এই রিচার্জ প্ল্যানে Jio Cinema প্রিমিয়ামের অ্যাকসেস পাবেন না। তার জন্য আলাদা করে ৯৯৯ টাকা খরচ করতে হবে। 

Advertisement