scorecardresearch
 

Jio Plan Offer: ফ্রি-তে টানা ২৩ দিন আনলিমিটেড ডেটা ও কলের সুযোগ দিচ্ছে জিও, জেনে নিন

প্রিপেইড ইউজারদের জন্য চলতি বছর একটি নতুন অফার আনে রিলায়েন্স জিও। ২,৯৯৯ টাকার বার্ষিক রিচার্জ প্যাক চালু করেছে তারা। এতে অতিরিক্ত বেনেফিটস ভরপুর। কলিং এবং ডেটা ছাড়াও, Jio-র এই প্ল্য়ানে ফুড ডেলিভারি, বেড়ানো, অনলাইন শপিং এবং আরও বেশ কিছু অফার পাবেন।

Advertisement
জিও-র বার্ষিক প্ল্যান জিও-র বার্ষিক প্ল্যান
হাইলাইটস
  • প্রিপেইড ইউজারদের জন্য চলতি বছর একটি নতুন অফার আনে রিলায়েন্স জিও।
  • ২,৯৯৯ টাকার বার্ষিক রিচার্জ প্যাক চালু করেছে তারা। এতে অতিরিক্ত বেনেফিটস ভরপুর।
  • কলিং এবং ডেটা ছাড়াও, Jio-র এই প্ল্য়ানে ফুড ডেলিভারি, বেড়ানো, অনলাইন শপিং এবং আরও বেশ কিছু অফার পাবেন।

প্রিপেইড ইউজারদের জন্য চলতি বছর একটি নতুন অফার আনে রিলায়েন্স জিও। ২,৯৯৯ টাকার বার্ষিক রিচার্জ প্যাক চালু করেছে তারা। এতে অতিরিক্ত বেনেফিটস ভরপুর। কলিং এবং ডেটা ছাড়াও, Jio-র এই প্ল্য়ানে ফুড ডেলিভারি, বেড়ানো, অনলাইন শপিং এবং আরও বেশ কিছু অফার পাবেন।

Jio-র ২,৯৯৯ টাকার বার্ষিক রিচার্জ প্ল্যানে ৩৬৫ দিনের জন্য প্রতিদিন ২.৫ GB করে ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি SMS পাবেন। অর্থাৎ সব মিলিয়ে মোট ৯১২.৫ GB ডেটা পাবেন। 5G ডেটা স্পিড পাবেন।

Jio-র এই প্ল্যানে ২৪৯ টাকা বা তার বেশি Swiggy অর্ডারে ১০০ টাকা ছাড় পাবেন।  

আরও পড়ুন

এছাড়া Netmeds, Ajio-তেও বাড়তি ডিসকাউন্ট ও অফার পাবেন। রিলায়েন্স ডিজিটাল থেকে কেনা অডিও প্রোডাক্টস এবং হোম অ্যাপ্লায়েন্সে ১০ শতাংশ ছাড় পাবেন৷

অতিরিক্ত বেনেফিট
২,৯৯৯ টাকার প্ল্যানে ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাবেন। এছাড়াও, কোম্পানি ২৩ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে। অর্থাৎ, এই প্ল্যানটি এক বছরের বেশি সময় ধরে ইউজ করতে পারবেন। 

২,৯৯৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান
স্টেপ ১:
Jio প্রিপেইড ইউজারদের প্রথমে স্মার্টফোনে MyJio অ্যাপ খুলতে হবে। 

স্টেপ ২: এবার রিচার্জ ট্যাব খুলুন। সেখানে ২,৯৯৯ টাকার প্ল্যানের অফারে ট্যাপ করুন।

স্টেপ ৩: যে Jio নম্বর দিয়ে রিচার্জ করতে চান সেটি লিখুন।

স্টেপ ৪: যেকোনও UPI পদ্ধতি, নেট ব্যাঙ্কিং এবং ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে পেমেন্ট করুন।

স্টেপ ৫: একবার পেমেন্ট হয়ে গেলে, অ্যানুয়াল প্ল্যান অ্যাকটিভেট হয়ে যাবে। 

Advertisement