Samsung Galaxy F05: 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি, ৮ হাজার টাকারও কম দামে নতুন ফোন

Samsung Galaxy F05: বাজারে আসছে স্যামসাং-এর নতুন বাজেট স্মার্টফোন। এন্ট্রি লেভেল দামে ফোন কেনার প্ল্যান থাকলে এটি তালিকায় রাখতে পারেন। স্যামসাং গ্যালাক্সি F05 ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এতে মিডিয়া টেক হেলিও প্রসেসর আছে।

Advertisement
50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি, ৮ হাজার টাকারও কম দামে নতুন ফোনsamsung galaxy f05: কম বাজেটে নতুন ফোন আনল স্যামসাং
হাইলাইটস
  • বাজারে আসছে স্যামসাং-এর নতুন বাজেট স্মার্টফোন।
  • এন্ট্রি লেভেল দামে ফোন কেনার প্ল্যান থাকলে এটি তালিকায় রাখতে পারেন।
  • এতে 5000mAh-এর ব্যাটারি রয়েছে।

Samsung Galaxy F05: বাজারে আসছে স্যামসাং-এর নতুন বাজেট স্মার্টফোন। এন্ট্রি লেভেল দামে ফোন কেনার প্ল্যান থাকলে এটি তালিকায় রাখতে পারেন। স্যামসাং গ্যালাক্সি F05 ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এতে মিডিয়া টেক হেলিও প্রসেসর আছে। উল্লেখ্য, স্যামসাং এর আগে বাজেট সেগমেন্টেই গ্যালাক্সি M05 লঞ্চ করেছে। তাতেও বেশ ভালই ফিচার রয়েছে।

স্যামসাং-এর এই ফোনটি এন্ট্রি লেভেল ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এতে 5000mAh-এর ব্যাটারি রয়েছে। 25W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সফটওয়্যার হিসাবে অ্যান্ড্রয়েড 14 রয়েছে। আসুন এর দাম ও অন্যান্য বিবরণ জেনে নেওয়া যাক।

স্যামসাং-এর এই ফোনের দাম কত?

স্যামসাং গ্যালাক্সি F05 একটি রঙ এবং কনফিগারেশনেই পাবেন। 4GB RAM এবং 64GB স্টোরেজ রয়েছে। দাম 7,999 টাকা। টুইলাইট ব্লু রঙে কিনতে পারবেন। সেল 20 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন।

স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি F05-এ 6.7 ইঞ্চির LCD ডিসপ্লে আছে। HD+ রেজোলিউশন। স্ক্রীনে 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে মিডিয়া টেক হেলিও G85 প্রসেসর রয়েছে। অ্যান্ড্রয়েড 14 বেসড OneUI 6.1 আছে।

স্যামসাং-এর এই ফোনে 4GB RAM এবং 64GB স্টোরেজ রয়েছে। স্টোরেজ মাইক্রো SD কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়াতে পারবেন। ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি লেন্স 50MP। এছাড়াও 2MP-এর ডেপথ সেন্সর আছে।

ফ্রন্টে 8MP-এর সেলফি ক্যামেরা রয়েছে। 5000mAh-এর ব্যাটারি রয়েছে। ফলে এক চার্জে সারাদিন আরামসে ব্যবহার করা যাবে। তবে উল্লেখ্য, ফোনের সঙ্গে বাক্সে কিন্তু চার্জার পাবেন না। অর্থাৎ, আপনাকে আগের ফোনের চার্জারটাই ব্যবহার করতে হবে, নয় তো আলাদা করে চার্জার কিনতে হবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়াও ফেস আনলক এবং 3.5mm অডিও জ্যাক রয়েছে।

POST A COMMENT
Advertisement