স্যামসং Galaxy S24 FEফ্লিপকার্টে ইয়ার এন্ড সেল শুরু হয়ে গিয়েছে। আর এই সময় চাইলেই ডিসকাউন্টে নিজের পছন্দমতো কোনও স্মার্টফোন কিনতে পারেন। তাতে দামে অনেকটাই ছাড় পাবেন। আর হাতে যদি একটু বাজেট থাকে, তাহলে চোখ রাখতেই পারেন স্যামসং গ্যালাক্সি এস২৪ এফই-এর (Samsung Galaxy S24 FE) দিকে। এই ফোনটার দামও সেলে অনেকটাই কমে গিয়েছে।
৫ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে সেল। চলবে ১০ তারিখ পর্যন্ত। আর এই সেলেই দাম কমেছে স্যামসং গ্যালাক্সি এস২৪ এফই-এর। তাই হাতে বাজেট থাকলে অবশ্যই কিনে নিতে পারেন এই ফোন।
এই ফোনটি এখন অর্ধেক দামে বিক্রি হচ্ছে। সংস্থা স্যামসং গ্যালাক্সি এস২৪ এফই লঞ্চ করেছিল ৫৯৯৯৯ টাকায়। আর সেই ফোনের দামই এখন কমে হয়ে গিয়েছে। এখন সেলে এর দাম মাত্র ৩১৯৯৯ টাকা। পাশাপাশি এতে ব্যাঙ্ক অফারও পাবেন।
ব্যাঙ্ক অফার
এই ফোনে রয়েছে আকর্ষণীয় ব্যাঙ্ক অফার। আপনি চাইলে এসবিআই বা আরবিআই-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে বেশ কিছু টাকা ডিসকাউন্ট পেতে পারেন। এক্ষেত্রে ৪ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন ডিসকাউন্ট।
সব ডিসকাউন্ট মিলিয়ে মিলিয়ে দেখলে এই ফোনটা অফারে পেতে পারেন ৩০ হাজার টাকারও কম দামে। আর আপনি চাইলে ফোনটা ইএমআই-তেও কিনতে পারেন। এটা অবশ্যই ভাল ডিল।
কী কী ফিচার রয়েছে ফোনে?
এই ফোনটির ফিচার রয়েছে নজরকাড়া। এতে পাবেন ৮ জিবি ব়্যাম। পাশাপাশি ১২৮ জিবি স্টোরেজও মিলবে।
স্যামসং গ্যালাক্সি এস২৪ এফই-তে রয়েছে ৬.৭ ইঞ্চি স্ক্রিন। এই স্ক্রিনটিতে Amoled 2x ডিসপ্লে রয়েছে। শুধু তাই নয়, এই স্ক্রিনটি সাপোর্ট করে ১২০ হার্জ রিফ্রেশ রেট। এতে কর্নিং গোরিলা গ্লাস প্লাস স্ক্রিন প্রোটেকশন পাবেন।
এই ফোনটিতে পাবেন অ্যান্ড্রয়েড ১৪। তবে আপনি এরপরও সব ধরনের অপারেটিং সিস্টেম আপডেট পাবেন। পাশাপাশি ফোনটায় মিলবে ৭ বছরের অ্যান্ড্রয়েড আপডেট।
এই ফোনের প্রসেসরও নজরকাড়া। সেক্ষেত্রে Exynos 2400e প্রসেসর রয়েছে।
ক্যামেরা ফিচার কী?
এই ফোনের ক্যামেরাও কিন্তু সেরার সেরা। এতে রয়েছে 50MP + 8MP + 12MP ট্রিপল ক্যামেরা সেটআপ। আর সামনে রয়েছে ১০ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া এই ফোনের ব্যাটারি হল ৪৭০০এমএএইচ-এর। এতে ২৫ ওয়ার্টের চার্জিং সাপোর্ট রয়েছে।
সুতরাং কিনে নিতেই পারেন এই ফোনটি। তবে অবশ্যই বাজেট থাকলে এ দিকে হাত বাড়ান। জোর করে নয়।