Samsung-এর ধামাকা, Galaxy Z Fold 7, Flip 7 ও Flip 7 FE-র এন্ট্রি ভারতে, প্রি বুকিং কবে থেকে?

Galaxy Z Fold 7, Galaxy Z Flip 7 আর নতুন ও অপেক্ষাকৃত সস্তা Galaxy Z Flip 7 FE। তার মানে ফোল্ডিং ফোনের দিকে বেশি ঝুঁকছে Gen Z? এই ফোনগুলি এখন থেকে প্রি-অর্ডার করা যাবে।

Advertisement
Samsung-এর ধামাকা, Galaxy Z Fold 7, Flip 7 ও Flip 7 FE-র এন্ট্রি ভারতে, প্রি বুকিং কবে থেকে? Samsung July Launch 2025
হাইলাইটস
  • Galaxy Z Fold 7 – স্ক্রিন খোললেই যেন একটি ট্যাবলেট
  • Galaxy Z Flip 7 – পুরনো ধাঁচে নতুন স্টাইল
  • Galaxy Z Flip 7 FE – কম দামে ফোল্ডিং ফোনের স্বাদ

অ্যান্ড্রয়েড ফোনের বাজারে Samsung-এর জুলাই ইভেন্টে প্রতি বছরই চমক থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। একসঙ্গে তিন-তিনটি ফোল্ডিং ফোন লঞ্চ করল কোম্পানি—Galaxy Z Fold 7, Galaxy Z Flip 7 আর নতুন ও অপেক্ষাকৃত সস্তা Galaxy Z Flip 7 FE। তার মানে ফোল্ডিং ফোনের দিকে বেশি ঝুঁকছে Gen Z? এই ফোনগুলি এখন থেকে প্রি-অর্ডার করা যাবে, আর বাজারে পাওয়া যাবে ২৫ জুলাই থেকে। যদিও দাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।

Galaxy Z Fold 7 – স্ক্রিন খোললেই যেন একটি ট্যাবলেট

এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ তার স্ক্রিন। খুলে ফেললেই সামনে চলে আসে বিশাল ৮ ইঞ্চির ডিসপ্লে, যেটা দেখে অনেকেই ভাববেন এটা একটা ট্যাবলেট। ফোন বন্ধ থাকলে বাইরের ৬.৫ ইঞ্চির স্ক্রিন দিয়েই কাজ চালানো যায়। দুইটিই Dynamic AMOLED প্যানেল, আর দুটোতেই ১২০ হার্জ রিফ্রেশ রেট, ফলে স্ক্রলিং বা ভিডিও দেখার অভিজ্ঞতা এককথায় মসৃণ। ক্যামেরা সেটআপও দারুণ – পিছনে রয়েছে তিনটে ক্যামেরা, যার মধ্যে প্রধানটা ২০০ মেগাপিক্সেল। সামনে ও কভারে রয়েছে ১০ মেগাপিক্সেল করে দুটি ক্যামেরা। প্রসেসর হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8 Elite, সঙ্গে ৪৪০০ এমএএইচ ব্যাটারি আর ২৫ ওয়াট ওয়্যার্ড ও ওয়্যারলেস চার্জিং।

Samsung Galaxy z Flip 7
Galaxy Z Fold 7

Galaxy Z Flip 7 – পুরনো ধাঁচে নতুন স্টাইল

ফ্লিপ ফোনের পুরনো আমেজকে আধুনিকভাবে ফিরিয়ে আনতেই Z Flip সিরিজ। এবার তাতে যুক্ত হয়েছে আরও বড় স্ক্রিন – ৬.৯ ইঞ্চি। বাইরের স্ক্রিনও ছোট নয়, ৪.১ ইঞ্চির AMOLED প্যানেল। এখানে রয়েছে ১২+৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি চলে Exynos 2500 প্রসেসর-এ, আর আছে ৪৩০০ এমএএইচ ব্যাটারি, ২৫ ওয়াট চার্জিং, সঙ্গে ১২ জিবি RAM এবং ২৫৬ বা ৫১২ জিবি স্টোরেজ। ফোনটি কাজ করছে Android 16 এবং One UI 8 ইন্টারফেসে।

Galaxy Z Flip 7
Galaxy Z Flip 7

Galaxy Z Flip 7 FE – কম দামে ফোল্ডিং ফোনের স্বাদ

Advertisement

স্যামসাং এবার একেবারে নতুন একটি ফোন এনেছে, Flip সিরিজে যেটা FE (Fan Edition) নামে এসেছে। মানে যারা কম দামে ফোল্ডিং ফোন চান, তাঁদের জন্য। এতে থাকছে ৬.৭ ইঞ্চির মেন ডিসপ্লে আর ৩.৪ ইঞ্চির কভার স্ক্রিন। ক্যামেরা: ৫০+১২ মেগাপিক্সেল রিয়ার, ১০ মেগাপিক্সেল ফ্রন্ট। প্রসেসর: Exynos 2400, ব্যাটারি: ৪০০০ এমএএইচ, চার্জিং: ২৫ ওয়াট।

Galaxy Z Flip 7
Galaxy Z Flip 7

এছাড়া এই ফোনে থাকছে Galaxy AI, যার মাধ্যমে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড বদল, রিয়েল টাইম ট্রান্সলেশন, এমনকি অটো সারাংশ তৈরি করার মতো আধুনিক ফিচারও পাবেন।

POST A COMMENT
Advertisement