Samsung Galaxy M34 5G: স্যামসাং গত কয়েক মাসে একের পর এক ফোন লঞ্চ করেছে। ফোল্ড এবং ফ্লিপের মতো প্রিমিয়াম ফোনের পাশাপাশি মিড-রেঞ্জ, বাজেট স্মার্টফোনও এনেছে স্যামসাং। ৭ জুলাই স্যামসাং ভারতে মিড রেঞ্জে Galaxy M34 5G স্মার্টফোন লঞ্চ করেছে।
Samsung Galaxy M34 5G-এ বেশিরভাগ Samsung ফোনের মতো একই ডিজাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। সামগ্রিকভাবে, ফোনটির ডিজাইন বেশ 'স্লিক' বলা যেতে পারে। ফিনিশ বেশ ভাল। আসুন জেনে নেওয়া যাক Samsung Galaxy M34 5G স্মার্টফোনটি ঠিক কেমন হয়েছে।
Samsung Galaxy M34 5G: স্পেসিফিকেশন
ডিসপ্লে
Samsung Galaxy M32 5G-তে 6.5-ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ ফুল HD+ স্ক্রিন রেজোলিউশন এবং 120Hz এর রিফ্রেশ রেট পাবেন। এছাড়া Corning Gorilla Glass 5 রয়েছে। সামনে একটি ইনফিনিটি ইউ নচ রয়েছে।
ক্যামেরা
Galaxy M34 5G-তে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম রয়েছে। তাতে OIS সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল ইমেজ সেন্সর রয়েছে। ফোনে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে।
ফ্রন্টে সেলফি এবং ভিডিয়ো কলের জন্য 12 মেগাপিক্সেল সেলফি শ্যুটার রয়েছে। স্যামসাং আরও জানিয়েছে, এই ফোনে মনস্টার শট 2.0 নামের একটি ফিচারও রয়েছে। এতে একসঙ্গে অনেকগুলি ছবি তুলে নেওয়া যায়। তাছাড়া ফান মোড এবং নাইটগ্রাফির মতো ফিচারও রয়েছে।
পারফর্ম্যান্স
এবার আসি পারফরম্যান্সে। Galaxy M34 5G-তে Exynos 1280 SoC রয়েছে। Galaxy M33 5G, Galaxy A53 5G এবং Galaxy A33 5G তেও এই একই প্রসেসর রয়েছে। এই ফোন দু'টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে – 6GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ।
সফ্টওয়্যার
OneUI-তে কাস্টম স্কিন-সহ অ্যান্ড্রয়েড 13 রয়েছে। স্যামসাংয়ের সম্প্রতি লঞ্চ হওয়া বেশিরভাগ মিড-রেঞ্জের ফোনেই চার বছরের OS আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট থাকে।
ব্যাটারি
এই ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। ফলে ব্যাটারি বেশ ভালই। 25W ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন।
Samsung Galaxy M34 5G: দাম
Samsung Galaxy M34 5G-র দাম ১৬,৯৯৯ টাকা থেকে শুরু। মোট ৩টি রঙের অপশনে এই ফোন পাবেন। প্রিজম সিলভার, মিডনাইট ব্লু এবং ওয়াটারফল ব্লু। আমাজন এবং স্যামসাং-এর ওয়েবসাইটে আগামী ১৬ জুলাই থেকে স্যামসাংয়ের এই ফোনের বিক্রি শুরু হবে।