Smartphone Charge: রাস্তাঘাটে মোবাইলের চার্জ শেষ? এই টিপস জানলে ব্যাটারি নষ্ট হয় না, জেনে নিন

স্মার্টফোনের ব্যাটারি এখন একটা বড় সমস্যা। চার্জ না থাকলে বারংবার তা দেওয়া যেমন ঝক্কির ব্যাপার, তেমনই পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ঘোরাও সম্ভব হয় না। ফোন যত পুরনো হতে থাকে ততই কমতে থাকে ব্যাটারির লাইফ। তবে এক্ষেত্রে বিশেষজ্ঞদের মত, ব্যাটারি চার্জ করার সময় ভুল করলে সমস্যা হতে পারে। আর এটাই বেশিরভাগ ক্ষেত্রে সমস্যার কারণ।

Advertisement
রাস্তাঘাটে মোবাইলের চার্জ শেষ? এই টিপস জানলে ব্যাটারি নষ্ট হয় না, জেনে নিন

স্মার্টফোনের ব্যাটারি এখন একটা বড় সমস্যা। চার্জ না থাকলে বারংবার তা দেওয়া যেমন ঝক্কির ব্যাপার, তেমনই পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ঘোরাও সম্ভব হয় না। ফোন যত পুরনো হতে থাকে ততই কমতে থাকে ব্যাটারির লাইফ। তবে এক্ষেত্রে বিশেষজ্ঞদের মত, ব্যাটারি চার্জ করার সময় ভুল করলে সমস্যা হতে পারে। আর এটাই বেশিরভাগ ক্ষেত্রে সমস্যার কারণ।

আসুন জেনে নেওয়া যাক, কীভাবে ব্যাটারই চার্জ করলে ফোন ভাল থাকে?  
ভুলভাবে দ্রুত চার্জিং এবং রাতারাতি চার্জিং ব্যাটারির ক্ষতি করছে। কয়েকটি বিষয় মনে রাখলে আপনি এটি এড়াতে পারেন। প্রথমে, আপনাকে ফোন চার্জ করার ২০-৮০ দিনের নিয়মটি বুঝতে হবে। আপনার ফোনটি ৮০ শতাংশের বেশি চার্জ করবেন না এবং যখন এটি ২০ শতাংশে ডিসচার্জ হয় তখনই কেবল চার্জ করুন।

এছাড়াও, আপনার ফোনটি সম্পূর্ণরূপে ডিসচার্জ করুন এবং তারপর সপ্তাহে অন্তত একবার চার্জ করুন। এটি ব্যাটারির আয়ু উন্নত করে। স্মার্টফোনের ব্যাটারি যে ওয়াটেজ সাপোর্ট করে সেই একই ওয়াটের চার্জার ব্যবহার করুন। যদিও একটি বড় চার্জার আপনার ফোন দ্রুত চার্জ করতে পারে, এটি ব্যাটারি এবং অন্যান্য উপাদানগুলির ক্ষতির ঝুঁকিও বাড়ায়। আপনার ফোনটি রাতারাতি চার্জে রেখে দেবেন না। বরং, প্রয়োজন অনুসারে চার্জ করুন এবং চার্জ করার সময় এটি ব্যবহার করবেন না। এই বিষয়গুলো মাথায় রেখে ফোন ব্যবহার করলে আপনার হ্যান্ডসেটের ব্যাটারি লাইফ স্বাভাবিকের চেয়ে বেশি হবে।

আপনার ফোনে অতিরিক্ত অ্যাকাউন্ট অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড সিঙ্কের কারণ হতে পারে, কোনও বাস্তব সুবিধা প্রদান না করেই আপনার ব্যাটারি নষ্ট করে দিতে পারে। পুরনো বা অব্যবহৃত অ্যাকাউন্টগুলি সরালে এই ড্রেন কমতে পারে এবং ব্যাটারির কর্মক্ষমতা বাড়তে পারে। কী ভাবে করবেন: সেটিংস > অ্যাকাউন্ট বা সেটিংস > পাসওয়ার্ড এবং অ্যাকাউন্টে যান (ডিভাইস অনুসারে পরিবর্তিত হয়)। প্রতিটি অ্যাকাউন্ট নির্বাচন করুন এবং এটি সরানোর জন্য সঠিক বিকল্প খুঁজুন।

Advertisement

POST A COMMENT
Advertisement