Smart TV Price Hike: দাম বাড়তে চলেছে স্মার্ট টিভি, স্মার্টফোনের; নেপথ্যে ২ কারণ

সেপ্টেম্বরে জিএসটি কমিয়েছে কেন্দ্রীয় সরকার। যার ফলে একাধিক পণ্যের দাম কমেছে। এমনকী সস্তা হয়েছে স্মার্ট টিভি। স্মার্ট টিভিতে ২৮ শতাংশ থেকে ১৮ শতাংশে নামানো হয়েছিল জিএসটি। যার ফলে দাম হ্রাস পেয়েছে। যদিও সেই 'আচ্ছে দিন' বেশি দিন থাকবে না বলেই মনে করা হচ্ছে। খুব শীঘ্রই বেড়ে যেতে পারে স্মার্ট টিভির দাম।

Advertisement
দাম বাড়তে চলেছে স্মার্ট টিভি, স্মার্টফোনের; নেপথ্যে ২ কারণস্মার্ট টিভি-এর দাম বাড়ছে
হাইলাইটস
  • সেপ্টেম্বরে জিএসটি কমিয়েছে কেন্দ্রীয় সরকার
  • যার ফলে একাধিক পণ্যের দাম কমেছে
  • খুব শীঘ্রই বেড়ে যেতে পারে স্মার্ট টিভির দাম।

সেপ্টেম্বরে জিএসটি কমিয়েছে কেন্দ্রীয় সরকার। যার ফলে একাধিক পণ্যের দাম কমেছে। এমনকী সস্তা হয়েছে স্মার্ট টিভি। স্মার্ট টিভিতে ২৮ শতাংশ থেকে ১৮ শতাংশে নামানো হয়েছিল জিএসটি। যার ফলে দাম হ্রাস পেয়েছে। যদিও সেই 'আচ্ছে দিন' বেশি দিন থাকবে না বলেই মনে করা হচ্ছে। খুব শীঘ্রই বেড়ে যেতে পারে স্মার্ট টিভির দাম।

কেন বাড়তে পারে স্মার্ট টিভির দাম?

এর পিছনে দু'টি কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, স্মার্ট টিভির মধ্যে ব্যবহৃত চিপের দাম বাড়তে পারে। সেই কারণে বৃদ্ধি পেতে পারে দাম। এছাড়া টাকার দামও নাগাড়ে পড়ছে। যার ফলে দাম কমার আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে।

ডলারের তুলনায় টাকার দাম পড়ছে

মাথায় রাখতে হবে, ডলারের তুলনায় টাকার দাম অনেকটাই কমেছে। সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছে দাম। যার ফলে পেরিয়ে গিয়েছে ৯০-এর গণ্ডি। আর SPPL-এর সিইও অবনিত সিং মারওয়া জানিয়েছেন, এর ফলে আমদানি করা সামগ্রীর দাম বাড়তে চলেছে। যেই কারণে জিএসটি ছাড়ের লাভ একবারেই পাওয়া যাবে না বলেও মনে করছেন তিনি।

তিনি জানিয়েছেন, মেমোরি চিপের দাম ছয়গুণ পর্যন্ত বেড়েছে। গত ৪ মাস ধরেই বৃদ্ধি পাচ্ছে দাম। যার ফলে টিভি-তে যে জিএসটি ছাড়ের লাভ মেলার কথা ছিল, সেটা মিলবে না বলেই আশঙ্কা করছেন তিনি।

ফ্ল্যাশ মেমোরি শর্টেজ

প্রসঙ্গত, এই সময় ফ্ল্যাশ মেমোরির শর্টেজ রয়েছে। যার ফলে স্মার্টটিভির তৈরির ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। শুধু তাই নয়, স্মার্টফোনের মার্কেটের অবস্থাও এক্ষেত্রে খারাপ।

মার্কেট থেকে জানা যাচ্ছে, ডিডিআর৩ এবং ডিডিআর৪ মেমোরি চিপ পর্যাপ্ত পরিমাণে মিলছে না। কারণ, এআই ডেটা সেন্টারগুলি চলছে ডিডিআর৬ এবং ডিডিআর৭ চিপে। কিন্তু সেই চিপ পর্যাপ্ত সংখ্যক চিপ বানাতে পারছে না চিপ তৈরি করা সংস্থাগুলি। যার ফলে তারা এআই সেন্টারেও ডিডিআর৩ এবং ডিডিআর৪ মেমোরি চিপ সরবরাহ করছে। এর ফলে টিভি এবং স্মার্টফোন তৈরিতে হচ্ছে সমস্যা। দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

Advertisement

মাথায় রাখতে হবে, এই সব ফ্ল্যাশ মেমোরি চিপ আমদানি করা হয় চিন থেকে। সেগুলি ব্যবহার হয় টিভি, মোবাইল ফোন, ফ্ল্যাশ ড্রাইভার এবং ইউএসবি ডিভাইসে। যার ফলে এই সব জিনিসের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

POST A COMMENT
Advertisement