হোয়াটস অ্যাপ ওয়েবঅবশেষে অপেক্ষার অবসান। এবার WhatsApp Web-এও (যেই ভার্সনটা কম্পিউটারে চলে) ভয়েস এবং ভিডিও কলের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। আসলে এতদিন কম্পিউটার WhatsApp-এ গ্রুপ অডিও বা ভিডিও কল করার জন্য উইনজডোজ অ্যাপ নামাতে হতো। আর এই বিষয়টা অনেকের পছন্দ ছিল না। তবে সেই সমস্যারই সমাধান হোয়াটসঅ্যাপ করছে বলে খবর। আর কিছুদিন পরই আপনি ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে ভিডিও বা ভয়েস কল করতে পারবেন হোয়াটসঅ্যাপে। আর এই তথ্যটা জানিয়েছে WAbetainfo নামক একটি সংস্থা।
আসলে WAbetainfo হল এমন একটি সংস্থা, যারা একাধিক ওয়েবসাইট ট্র্যাক করে। হোয়াটসঅ্যাপে কী কী ফিচার আসতে চলেছে, সেটাও জানায় এই সংস্থা। আর সেই সংস্থাই জনিয়েছে যে এবার থেকে গ্রুপ ভয়েস এবং ভিডিও কল সাপোর্ট করবে হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনও।
তবে এই কথা শুনে বেশি আনন্দিত হবেন না। কারণ, এখনও এই ফিচার রিলিজ হয়নি। যদিও WAbetainfo এই ফিচারের কিছু স্ক্রিনশট ইতিমধ্যেই রিলিজ করে দিয়েছে।
কলিং আইকন দেখা যাচ্ছে
মাথায় রাখতে হবে, এখনও হোয়াটসঅ্যাপের যে কোনও গ্রুপের উপরে ভিডিও কল বলে একটি অপশন দেখা যায়। তবে আপনি যখনই সেই অপশনে ক্লিক করবেন, তখন আপনাকে বলা হবে, ইউন্ডোজ অ্যাপ নামিয়ে করতে হবে হোয়াটস অ্যাপ গ্রুপ কল। তবে আগামিদিনে এই সমস্যা দূর হতে চলেছে বলেই খবর। এবার থেকে অনায়াসে ওয়েব ভার্সন থেকেই করা যাবে গ্রুপ বা ভয়েস কল।
প্রথম দিকে কিছু লিমিটেশন থাকবে
গ্রুপ ভয়েস বা অডিও কলের কিছু সীমাবদ্ধতা থাকবে। যদিও সেই লিমিটেশন সম্পর্কে খোলসা করতে চায়নি সংস্থা। আগামিদিনে জানা যাবে এখানে HD কোয়ালিটিতে নাকি স্ট্যান্ডার্ড ভিডিও কলিংয়ের সুবিধা পাওয়া যাবে।
প্রাইভেসি ফিচার রয়েছে কভার ফটোতে
WAbetainfo জানিয়েছে যে, হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন কভার ফটোতে প্রাইভেসি কন্ট্রোল আনতে চলেছে। ইতিমধ্যে আইফোন ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারছেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা ঠিক করতে পারবেন যে কারা তাঁদের কভার ফটো দেখতে পারবেন। আর শীঘ্রই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।