scorecardresearch
 

WhatsApp New Update: হোয়াটসঅ্যাপে নয়া আপডেট; এবার পাবেন ডিলিট হওয়া মেসেজও, কীভাবে?

ইতিমধ্যেই পেমেন্ট অপশন (payment option), এনক্রিপটেড মেসেজ (encrypted message) সহ একাধিক ফিচার যুক্ত হয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপের সঙ্গে। আর এবার চ্যাট উইন্ডো (chat window) থেকে অদৃশ্য হয়ে যাওয়া নির্বাচিত মেসেজ সংরক্ষণ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যাবহারকারীরা। আর সেই সূত্রেই, হোয়াটসঅ্যাপ টেকনিক্যাল টিমের (technical team) তরফে চলছে বিটা টেস্টিং। সফটওয়্যার ডেভেলপমেন্টের (software development) ভাষায় মূলত দুই ধরণের টেস্টিং হয়ে থাকে। যখন প্রথম পর্যায়ের টেস্টিং চলে, তখন সেটিকে বলা হয় আলফা টেস্টিং। আর এক্ষেত্রে বিষয়টি রয়েছে বিটা টেস্টিং পর্যায়ে। অর্থাৎ, টার্গেট ইউজারদের একটি অংশকে দিয়ে পুরো বিষয়টি পরীক্ষা করানো হয়। এই মুহূর্তে চলছে সেই কর্মযজ্ঞই। 

Advertisement
হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ
হাইলাইটস
  • ডিলিট হয়ে যাওয়া মেসেজও মিলবে
  • নয়া আপডেট আনছে হোয়াটসঅ্যাপ

ইতিমধ্যেই পেমেন্ট অপশন (payment option), এনক্রিপটেড মেসেজ (encrypted message) সহ একাধিক ফিচার যুক্ত হয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপের সঙ্গে। আর এবার চ্যাট উইন্ডো (chat window) থেকে অদৃশ্য হয়ে যাওয়া নির্বাচিত মেসেজ সংরক্ষণ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যাবহারকারীরা। আর সেই সূত্রেই, হোয়াটসঅ্যাপ টেকনিক্যাল টিমের (technical team) তরফে চলছে বিটা টেস্টিং। সফটওয়্যার ডেভেলপমেন্টের (software development) ভাষায় মূলত দুই ধরণের টেস্টিং হয়ে থাকে। যখন প্রথম পর্যায়ের টেস্টিং চলে, তখন সেটিকে বলা হয় আলফা টেস্টিং। আর এক্ষেত্রে বিষয়টি রয়েছে বিটা টেস্টিং পর্যায়ে। অর্থাৎ, টার্গেট ইউজারদের একটি অংশকে দিয়ে পুরো বিষয়টি পরীক্ষা করানো হয়। এই মুহূর্তে চলছে সেই কর্মযজ্ঞই। 

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধের জন্য এবং গোপনীয়তা বজায় রাখতেই এই বিকল্প ফিচারটি যুক্ত করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। কয়েক বছর আগে এই অদৃশ্য বার্তা বৈশিষ্ট্যটি চালু করেছিল তারা। এই  বৈশিষ্ট্যটির একটি বিশেষ দিক রয়েছে। সেটি ব্যবহারকারীদের চ্যাটে একটি (chat) বার্তা বা মেসেজ (message) সেট করতে দেয় এবং যাতে একটি নির্দিষ্ট সময়ের পরে স্বয়ংক্রিয়ভাবে সেটি মুছে ফেলা যায়। কিন্তু কেউ যখন কাউকে সেই মেসেজ পাঠাচ্ছে, যাকে পাঠাচ্ছে সে যদি সেই মেসেজটি সংরক্ষণ করতে চান। তাহলে তিনি এবার থেকে সেটি করতে পারবেন। এতদিন পর্যন্ত সেই সুবিধে ছিল না। অর্থাৎ, সেই মেসেজটি আর স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হবে না এখন থেকে। বরং, সেটিকে সহজেই সংরক্ষণ করতে পারবেন ব্যাবহারকারীরা। এই নতুন আপডেটটি নির্বাচিত বার্তাগুলিকে অদৃশ্য হওয়া থেকে সংরক্ষণ করতে দেবে, জানিয়েছে মেটা-মালিকানাধীন (Meta) এই প্ল্যাটফর্ম।      

এই নতুন আপডেটটি ব্যবহারকারীদের কথোপকথনের উপর আরও নিয়ন্ত্রণ আনতে পারে। ওয়াবেটাইনফোর (Wabetainfo) মতে, একটি ওয়েবসাইট হোয়াটসঅ্যাপের আশেপাশের সমস্ত ডেভেলপমেন্টগুলিকে ট্র্যাক করে। এই প্ল্যাটফর্মটি অ্যান্ড্রয়েড ২.২৩.৪.১৮ (Android 2.23.4.18) আপডেটের জন্য হোয়াটসঅ্যাপে (WhatsApp) অদৃশ্য মেসেজ সংরক্ষণ করার পদ্ধতিকে সমর্থন করেছে। 

Advertisement

অন্যদিকে এই আপডেটটি অদৃশ্য হয়ে যাওয়া চ্যাট উইন্ডোতে একটি নতুন বুকমার্ক আইকন যুক্ত করবে। যেটি ব্যবহারকারীদের নির্দিষ্ট কিছু মেসেজ সিলেকশন এবং বুকমার্ক (bookmark) করতে দেবে। একইভাবে, মেসেজগুলিকে রক্ষণাবেক্ষণের জন্য, কেউ "আনকিপ" (unkeep) আইকনটি বেছে নিতে পারেন। অন্যদিকে মেসেজটি স্থায়ীভাবে মুছেও দেওয়া যাবে৷  একবার এটি হয়ে গেলে, "কিপ" (keep) অ্যাকশনটি সেই মেসেজগুলিতে আর ব্যবহার করা যাবে না৷ 

যারা মুছে যাওয়া বা অদৃশ্য হওয়া চ্যাটগুলি থেকে গুরুত্বপূর্ণ মেসেজ সংরক্ষণ করতে চান, তাদের জন্য এই আপডেটটি কার্যকরী হতে পারে। যদিও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অদৃশ্য হয়ে যাওয়া মেসেজ, টাইমারগুলিকে ইনঅ্যাক্টিভ (inactive) করার অনুমতি দেয়। নতুন আসা আপডেটটি চ্যাটের উপর আরও নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এবং ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ মেসেজগুলি সংরক্ষণ করতে সহায়তা করবে। 

উল্লেখযোগ্যভাবে, “কিপ” মেসেজ অপ্শনটি বর্তমানে কিছু অ্যান্ড্রয়েড বিটা পরীক্ষকদের জন্য উপলব্ধ হয়েছে। মূলত, যারা প্লে-স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বিটার সর্বশেষ সংস্করণটি ইনস্টল করেছেন। ফিচারটি আগামী সপ্তাহে আরও বহু সংখ্যক মানুষের জন্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।   

বর্তমানে, প্ল্যাটফর্মটি শুধুমাত্র ব্যবহারকারীদের তিনটি বিকল্প জায়গা থেকে মেসেজগুলি অদৃশ্য হওয়ার সময়কাল নির্ধারণ করতে দেয়: ২৪ ঘন্টা, ৭ দিন এবং ৯০ দিন। যাইহোক, হোয়াটসঅ্যাপ শীঘ্রই "আরও বিকল্প" মেনুর অধীনে মেসেজগুলি অদৃশ্য করার জন্য ১৫টি নতুন বিকল্প অপশন যুক্ত করবে। নতুন আপডেট ব্যবহারকারীদের ১ বছর, ১৮০ দিন, ৬০ দিন, ৩০ দিন, ২১ দিন, ১৪ দিন, ৬ দিন, ৫ দিন, ৪ দিন, ৩ দিন, ২ দিন, ১২ ঘন্টা থেকে অদৃশ্য বার্তাগুলির জন্য একটি টাইমার সেট করার অনুমতি দেবে। সেগুলি হবে ৬ ঘন্টা, ৩ ঘন্টা, এবং ১ ঘন্টা।

TAGS:
Advertisement