
WhatsApp Paid Subscription Plan: হোয়াটসঅ্যাপ আর পুরোপুরি ফ্রি থাকবে না। এমন গুঞ্জন ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে।জনপ্রিয় মেসেজিং অ্যাপটি একটি ঐচ্ছিক (optional) পেইড সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে কাজ শুরু করেছে। তবে সাধারণ চ্যাটিং, কল ও মেসেজিং পরিষেবা আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে থাকবে।
কী জানা যাচ্ছে বিটা ভার্সন থেকে?
হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ভার্সন 2.26.4.8–এ নতুন এই সাবস্ক্রিপশন ব্যবস্থার পরীক্ষামূলক ইঙ্গিত মিলেছে। জনপ্রিয় হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo–র প্রকাশিত তথ্য অনুযায়ী, এই পেইড প্ল্যানটি আপাতত পরীক্ষামূলক স্তরে রয়েছে। আগ্রহীরা একটি ওয়েটলিস্টে নাম নথিভুক্ত করতে পারবেন। পরিষেবা চালু হলে সাবস্ক্রাইব করার নোটিফিকেশন আসবে।
কী কী বাড়তি সুবিধা মিলতে পারে?
মেটা (Meta) সংস্থা ইতিমধ্যেই TechCrunch-কে জানিয়েছে, পেইড সাবস্ক্রিপশনে কিছু এক্সক্লুসিভ ফিচার যোগ করা হবে। তার মধ্যে রয়েছে,
প্রিমিয়াম স্টিকার
নতুন অ্যাপ থিম
৩টির বেশি চ্যাট পিন করার সুবিধা
আলাদা কাস্টম চ্যাট রিংটোন
নিজের পছন্দমতো অ্যাপ আইকন পরিবর্তনের অপশন
সংস্থার দাবি, ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে এই ফিচারগুলি ভবিষ্যতে আরও বদলাতে বা বাড়তে পারে।
দাম কত হতে পারে?
এই সাবস্ক্রিপশনের দাম এখনও ঘোষণা করা হয়নি। দেশভেদে আলাদা মূল্য নির্ধারণ হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই প্ল্যানটি ইউরোপ ও যুক্তরাজ্যে আলাদা করে তৈরি হওয়া ‘অ্যাড-ফ্রি আপডেটস ট্যাব’ সাবস্ক্রিপশন থেকে সম্পূর্ণ পৃথক।
পুরোপুরি পেইড হয়ে যাবে কি হোয়াটসঅ্যাপ?
না। সংস্থার তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের মূল পরিষেবা। চ্যাট, ভয়েস কল, ভিডিও কল, সবই ফ্রি থাকবে। অতিরিক্ত কিছু প্রিমিয়াম সুবিধার জন্যই এই সাবস্ক্রিপশন। আপাতত এটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই চূড়ান্ত লঞ্চের আগে পরিবর্তন হওয়াই স্বাভাবিক।