scorecardresearch
 

YouTube-এ মা-ছেলের 'অশ্লীল' VIDEO-তে ছয়লাপ, কড়া পদক্ষেপ করল শিশু সুরক্ষা কমিশন

ইউটিউবের পাবলিক পলিসির প্রধান মীরা ছটকে NCPCR-এর প্রধান প্রিয়াঙ্ক কানুনজ্ঞ লিখেছেন, ইউটিউব চ্যানেলগুলিতে মা ও ছেলের আপত্তিকর ভিডিও আপলোডের ট্রেন্ড বাড়ছে। এটি ভীষণ উদ্বেগের বিষয়। কমিশন এ বিষয়ে পদক্ষেপ করতে বাধ্য হচ্ছে।

Advertisement
ছবিটি প্রতীকী ছবিটি প্রতীকী

মা ও ছেলের অশ্লীল ভিডিও আপলোডের অভিযোগে YouTube-কে সমন পাঠাল কেন্দ্রীয় শিশু সুরক্ষা ও অধিকার কমিশন (NCPCR)। ১৫ জানুয়ারির মধ্যে NCPCR-এ হাজিরা দিতে হবে ইউটিউব (ভারত)-এর প্রধানকে। ইউটিউবে মা ও ছেলের আপত্তিকর ভিডিও আপলোডের বিষয়ে ইউটিউবের কাছে কড়া জবাবও চেয়েছে NCPCR। 

ইউটিউবের পাবলিক পলিসির প্রধান মীরা ছটকে NCPCR-এর প্রধান প্রিয়াঙ্ক কানুনজ্ঞ লিখেছেন, ইউটিউব চ্যানেলগুলিতে মা ও ছেলের আপত্তিকর ভিডিও আপলোডের ট্রেন্ড বাড়ছে। এটি ভীষণ উদ্বেগের বিষয়। কমিশন এ বিষয়ে পদক্ষেপ করতে বাধ্য হচ্ছে।

সূত্রের খবর, ‘challenge videos’ নামে একটি ইউটিউব চ্যানেলে মা ও ছেলের যৌনতার অশ্লীল ভিডিও আপলোড করছে। যা নিয়ে কোনও ব্যবস্থা নিচ্ছে না ইউটিউব। বেশির ভাগ ভিডিওতে দেখা যাচ্ছে, কিশোর ছেলের সঙ্গে মায়ের যৌনতা।

আরও পড়ুন

ইন্ডিয়া টুডে-কে কমিশনের প্রধান মীরা ছট জানিয়েছেন, ইউটিউবে বহু চ্যালেঞ্জ ভিডিও আপলোড হয়েছে, যাতে দেখা যাচ্ছে মা ও ছেলের যৌনতা। শিশু সুরক্ষা আইনে যা অপরাধযোগ্য। ইউটিউবকে এই বিষয়টি অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। এই ধরনের ভিডিও আপলোড করার মানে পর্নোগ্রাফি বিক্রি করা। শিশুদের যৌন নিগ্রহের যে কোনও কন্টেন্ট, যে কোনও প্ল্যাটফর্মেই শাস্তিমূলক অপরাধ। জেলে যেতেই হবে। 

রিপোর্টার: অমিত ভরদ্বাজ
 

TAGS:
Advertisement