scorecardresearch
 
Advertisement

Aditya-L1 Mission: মহাকাশ থেকে পৃথিবীর কী অসাধারণ ভিডিও পাঠিয়েছে আদিত্য L-1, দেখুন

Aditya-L1 Mission: মহাকাশ থেকে পৃথিবীর কী অসাধারণ ভিডিও পাঠিয়েছে আদিত্য L-1, দেখুন

মহাকাশ থেকে চাঁদ-পৃথিবীকে সামনে রেখে সেলফি তুলল আদিত্য এল 1। ইসরোর টুইটে ধরা পড়ল আশ্চর্য ছবি। মহাকাশ থেকে পৃথিবী ও চাঁদের ছবি তুলল আদিত্য এল-1 । না, শুধু তাই নয়, পৃথিবী ও চাঁদের সঙ্গে সেলফি নিল ইসরোর মহাকাশ যানটি! সেই সেলফি পাঠিয়ে দিয়েছে সোজা ইসরোর দপ্তরে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, সেই ছবি বৃহস্পতিবার প্রকাশ্যে এনেছে। বৃহস্পতিবার ইসরো তাদের এক্স হ্যান্ডেলে আদিত্য এল-1 এর পাঠানো ছবি পোস্ট করেছে। যা দেখে খুশির হাওয়া বিজ্ঞানী মহলে। বর্তমানে আদিত্য এল-1 মহাকাশে পৌঁছে গেছে। পৃথিবীর প্রথম কক্ষপথ থেকে বেরিয়ে দ্বিতীয় কক্ষে পা রেখেছে আদিত্য। আদিত্য এল-1 মিশনের এই এল-1 পয়েন্ট হল ল্যাগরেঞ্জ পয়েন্ট। পৃথিবী ও সূর্যের মাঝামাঝি এই পয়েন্টে গিয়ে পৃথিবী ও সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি ব্যালান্স হয়ে যায়। এখানে গেলে স্পেসক্রাফট খুব কম জ্বালানিতে দীর্ঘসময় স্থির হয়ে থাকতে পারে।

Aditya L-1 takes a selfie, shares stunning images of Earth and Moon

Advertisement