নতুন iPhone 17 বাজারে আসতেই মুম্বইয়ের বি কে সি অ্যাপল স্টোরে শুরু হল বিশৃঙ্খলা। সকাল ৮টায় দরজা খোলার আগেই শতাধিক ক্রেতা লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু যত সময় গড়িয়েছে, উত্তেজনা গিয়ে ঠেকেছে হাতাহাতিতে। প্রকাশ্যে একে অপরকে ধাক্কাধাক্কি, ঘুষি মারতে দেখা যায় বহুজনকে। নিরাপত্তাকর্মীরা শিস বাজিয়ে থামানোর চেষ্টা করলেও পরিস্থিতি সামলানো কঠিন হয়ে ওঠে। শেষমেশ কয়েকজন আক্রমণকারীকে ভিড় থেকে সরিয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, লাইন কাটার অভিযোগ থেকেই শুরু হয় এই গোলমাল। কেউ আগে ঢোকার চেষ্টা করলে বাকিরা প্রতিবাদ করেন, আর সেখান থেকেই চড়াও হয় দুই পক্ষ। ক্রেতা মহন যাদব ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু সিকিউরিটির কোনও দায়িত্ব নেই। যারা পেছনে দাঁড়িয়ে আছে, তারা সুযোগ পাচ্ছে না। প্রবল চাহিদার কারণে হাতাহাতির পরও স্টোরের বাইরে ভিড় কমেনি। আইফোন ১৭ সিরিজ আর নতুন অ্যাপল ওয়াচ কেনার জন্য সন্ধ্যাতেও লম্বা লাইন দেখা যায়।