scorecardresearch
 
Advertisement

Rafale-Marine for INS Vikrant: চিন-পাকিস্তান জুজু দেখছে! INS বিক্রান্ত থেকে তেজী রাফালের উড়ান

Rafale-Marine for INS Vikrant: চিন-পাকিস্তান জুজু দেখছে! INS বিক্রান্ত থেকে তেজী রাফালের উড়ান

চিনকে জুজু দেখিয়ে, পাকিস্তানের ঘুম উড়িয়ে এবার আরও শক্তিশালী হতে চলেছে ভারতের নৌ বাহিনী। এবার নয়াদিল্লি ফ্রান্স থেকে কিনতে চলেছে 26টি রাফাল-এম ফাইটার এবং তিনটি সাবমেরিন। সব কিছু ঠিক ভাবে চললে আগামী বছর নৌবাহিনীতে যুক্ত হতে পারে অত্যাধুনিক যুদ্ধবিমান এবং সাবমেরিন। ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরের সময় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর সঙ্গে রাফাল এবং সাবমেরিন কেনার চুক্তি হতে পারে বলেই সূত্রের খবর। হতে পারে, মোট ২৬টি অত্যাধুনিক যুদ্ধবিমান ও তিনটি সাবমেরিন কেনার চুক্তি। বিদেশমন্ত্রক সূত্রের খবর, প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরের আগেই বাহিনীর তিন প্রধানের সঙ্গে বৈঠক বসবেন প্রতিরক্ষামন্ত্রী। তিন বাহিনীর প্রধানরা ছাড়াও বৈঠকে উপস্থিত তাকার কথা প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের। সেই বৈঠকে ফ্রান্স থেকে অত্যাধুনির রাফাল যুদ্ধবিমান ও সাবমেরিন কেনার বিষয়ে সবুজ সংকেত মিলতে পারে বলে সূত্রের খবর। 2022 সালে মার্কিন সুপার হর্নেট জেট বিমান এবং রাফালের পরীক্ষা করছিল নৌবাহিনী। গোয়ায় আইএনএস হংস রণতরী থেকে যুদ্ধবিমানগুলির পরীক্ষা করা করা হয়েছিল। গোয়ায় আইএনএস হংস রণতরী থেকে যুদ্ধবিমানগুলির পরীক্ষা করা করা হয়েছিল। বর্তমান যে মিগ যুদ্ধবিমানগুলি আছে, সেগুলি অনেক পুরনো তাই নতুন করে এই বিমান কেনা হচ্ছে বলে সাফাই দেওয়া হয়েছিল। তবে এই গোটা বিষয়টি খোলসা করতে চায়নি প্রতিরক্ষামন্ত্রী। রাফালের পাশাপাশি নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে অত্যাধুনির স্কোর্পিন শ্রেণির তিনটি সাবমেরিনও। তাই বলাই যায়, যে ভারতের এই শক্তিবৃদ্ধি আখেড়ে ভয় দেখাচ্ছে চিন ও পাকিস্তানকে।

India flight tests Rafale-Marine for INS Vikrant.

Advertisement