scorecardresearch
 
Advertisement

VIDEO: ঘরের বাতিল জিনিস দিয়ে তৈরি যন্ত্রমানবী শালু, কথা বলে বাংলা-সহ ৪৭ ভাষায়!

VIDEO: ঘরের বাতিল জিনিস দিয়ে তৈরি যন্ত্রমানবী শালু, কথা বলে বাংলা-সহ ৪৭ ভাষায়!

পেশায় তিনি একজন কম্পিউটার সায়েন্সের শিক্ষক। তিন তিল করে অবসর সময়ে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে একটা আস্ত যন্ত্রমানবী (Robot) তৈরি করে ফেলেছেন কর্মসূত্রে মুম্বইয়ের বাসিন্দা দীনেশ প্যাটেল। প্রায় ৩ বছর পরিশ্রমের পর পুরোদমে সচল হয়েছে এই যন্ত্রমানবী। খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। এই যন্ত্রমানবীর নাম শালু (Shalu)। বাংলা, হিন্দি, মরাঠি, গুজরাতি-সহ দেশের ৯টি ভাষায় কথা বলতে পারে শালু (Shalu)। এর পাশাপাশি ৩৮টি বিদেশি ভাষাতেও অনর্গল কথা বলতে পারদর্শী এই যন্ত্রমানবী। শুধু কথা বলায় নয়, মানুষের মতো একাধিক কাজে হাতে হাতে সাহায্য করতে পারে শালু (Shalu)। আনন্দ, রাগ-অভিমান— এ সবই প্রকাশ করতে জানে এই যন্ত্রমানবী।

Advertisement