Advertisement

Electric Vehicle: গাড়িতে একবার মাত্র চার্জ দিয়েই পৌঁছে যান হাজার কিলোমিটার

গাড়িতে একবার মাত্র চার্জ দিয়েই পৌঁছে যান এক হাজার কিলোমিটার। ভাবতে পারছেন। কোনও ডিজেল বা পেট্রোলের দরকারই পড়ছে না। চিনের ব্যাটারি স্টার্টআপ গোশান হাই টেক L600 লিথিয়াম-ম্যাঙ্গানিজ-আয়রন-ফসফেট অ্যাস্ট্রোইন্নো ব্যাটারি তৈরি করেছে। সংস্থাটির বার্ষিক প্রযুক্তি সম্মেলনীর মঞ্চে নতুন এই দীর্ঘ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি প্রকাশ্যে আনা হয়েছে। উচ্চ ক্ষমতার এই ব্যাটারিটি পুরোপুরি চার্জ করলে গাড়িটি প্রায় এক হাজার কিলোমিটার পথ চলতে পারবে। এমনই দাবি করেছেন এই সংস্থা। ইতিমধ্যেই ই-ভেইকেল সর্বত্র নতুন একটি আলোড়ন ফেলে দিয়েছে। সেই সঙ্গে জ্বালানির উপরে নির্ভরতা কমাতে এবং পরিবেশ দূষণে রাশ টানতে নতুন ব্যাটারি গাড়ি ব্যবহারের দিকে জোর দিচ্ছেন পরিবেশ বিদরা।

Reach thousand kilometers with just one time charge in the car

Advertisement