scorecardresearch
 
Advertisement

Tech News Update Robot Viral Video : মানুষের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে চলতে পারছে রোবট

Tech News Update Robot Viral Video : মানুষের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে চলতে পারছে রোবট

মানুষের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে চলতে পারছে রোবট। তবে এখনও তা মানুষের বিকল্প হয়ে উঠতে পারেনি। কিন্তু মানুষের মতো কিছু কাজ করতে রোবটও পারে। তা সোশ্যাল মিডিয়ার ওলিতে গলিতে নজর রাখলে বোঝাই যায়। কখনও রোবট রান্না করছে, খবর পড়ছে আবার মানুষের মতো চড়ও মারতে পারছে। এবার সোশ্যাল মিডিয়ায় রোবটের আরও একটা ভিডিও ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে রোবট ব্যালেন্স করার চেষ্টা করছে। এক ব্যক্তি রোবটকে লক্ষ্য করে একটা বাক্স ছুঁড়ে দেন। সেটা একদম সঠিকভাবে ক্যাচও করে রোবটটি। আবার পাল্টা সে বাক্সটা ছুঁড়েও দিতে পেরেছে। এবার তার আসল পরীক্ষা। উঁচু নিচু বাক্সের উপর দিয়ে তাকে যেতে হবে। মাঝে বল ছুঁড়ে তাকে লক্ষ্য ভ্রষ্ট করারও চেষ্টা করা হচ্ছে। আবার তাকে হকি স্টিক দিয়ে মারাও হচ্ছে। পিছন থেকে চেয়ার দিয়ে মারা হচ্ছে, যাতে রোবটটি পড়ে যায়। কিন্তু হার মানলে তো হবে না। কয়েক সেকেন্ডের মধ্যে সে আবারও উঠে দাঁড়াল। বারবার মারের পর এখটা সময় এলো যখন রোবটিও রুখে দাঁড়াল। আসলে অত্যাচার সহ্য করতে করতে উঠে দাঁড়ানো বা প্রতিবাদ করা যে খুবই আবশ্যিক তাই হয়তো এই ভিডিও-র মধ্য দিয়ে ফুটে উঠেছে।

Tech News Update Robot Viral Video

Advertisement