ভারতের গাড়ির বাজারে এল ইলন মাস্কের টেসলা। মঙ্গলবার মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের (BKC) মেকার ম্যাক্সিটি মলে প্রথম শোরুম খুলল সংস্থা। তবে সমস্ত গাড়িই আপাতত তৈরি অবস্থায় বিদেশ থেকে আমদানি করতে হবে টেসলা-কে। আপাতত কোন কোন মডেল পাওয়া যাচ্ছে ? সেগুলির দামই বা কত ? জানুন বিস্তারিত