scorecardresearch
 
Advertisement

Astronaut : নিজেদের প্রস্রাবই জল হিসেবে পান করেন মহাকাশচারীরা! এই ভাবেই নিজেদের বাঁচিয়ে রাখেন তাঁরা

Astronaut : নিজেদের প্রস্রাবই জল হিসেবে পান করেন মহাকাশচারীরা! এই ভাবেই নিজেদের বাঁচিয়ে রাখেন তাঁরা

কম-বেশি প্রতিটি মানুষের স্বপ্ন থাকে জীবনদশায় রকেটে করে মহাকাশে উড়ে যাওয়ার। মহাকাশ থেকে পৃথিবীকে দেখার। গ্রহ, নক্ষত্র, নীহারিকার রহস্যময় জগতকে চাক্ষুস করার। কিন্তু মহাকাশচারী হওয়া আদৌ সহজ কাজ নয়, বরং পৃথিবীর অন্যতম কঠিন কাজগুলির মধ্যে একটি। কিন্তু জানেন কি মহাকাশচারীরা স্পেস স্টেশনে কীভাবে থাকেন? কতটা কষ্ট করে থাকতে হয় তাদের। স্পেস স্টেশন ও মহাকাশযানগুলিতে নির্দিষ্ট পরিমাণ জল নিয়ে যাওয়া হয়। পান করার ও অন্য কাজে ব্যবহারের জন্য। তাই জলের অপচয় রুখতে বিশেষ ভাবে নির্মিত জলের পাউচ ব্যবহার করেন মহাকাশচারীরা। যে পাউচে চাপ দিলে ফিনকি দিয়ে জল বেরিয়ে আসে না, ফোঁটা ফোঁটা জল বেরিয়ে আসে।

These Astronauts Drink Recycled Urine to Stay Hydrated

TAGS:
Advertisement