Advertisement
ইউটিলিটি

Health Insurance Buying Tips: হেল্থ ইনস্যুরেন্স কিনতে গিয়ে ৫ ভুলেই মানুষ ঠকে যায়, জেনে নিন

রোজই বাড়ছে চিকিৎসার খরচ
  • 1/8

রোজই বাড়ছে চিকিৎসার খরচ। শহরের বড় বড় হাসপাতালে চিকিৎসা করানো তো লাখ লাখ টাকার ব্যাপার। আর এই কারণেই বড় কোনও অসুখ হলে হাতে থাকা সমস্ত টাকা শেষ হয়ে যায়। ঘটি-বাটি বেচে খাওয়ার অবস্থাও হয় কিছু ক্ষেত্রে। 
 

এই সমস্যা সমাধানে হেলথ ইনস্যুরেন্স করতে হবে
  • 2/8

তাই এই সমস্যা সমাধানে হেল্থ ইনস্যুরেন্স করতে হবে। এটা করা থাকলেই নো টেনশন। আপনি বা পরিবারে কারও শরীর খারাপ হলে ভর্তি করে দিন হাসপাতাল। টাকা নিয়ে চিন্তা করতে হবে না। 

হেল্থ ইনস্যুরেন্স কেনার আগে কিছু দিকে নজর রাখা দরকার
  • 3/8

হেল্থ ইনস্যুরেন্স কেনার আগে কিছু দিকে নজর রাখা দরকার। নইলে ফলস হয়ে যাবে। দিনের পর দিন টাকা দিয়ে যাবেন। কিন্তু ক্লেমের সময় পাবেন না সাপোর্ট। তাই জেনে নিন ঠিক কোন কোন দিকে খেয়াল রেখে হেল্থ ইনস্যুরেন্স কিনতে হবে। 

Advertisement
সবার প্রথমে আপনাকে নিজের চাহিদা বুঝতে হবে
  • 4/8

সবার প্রথমে আপনাকে নিজের চাহিদা বুঝতে হবে। আপনার ও যাঁদের জন্য হেল্থ ইনস্যুরেন্স কিনবেন, তাঁদের বয়স কত, তাঁদের কোনও অসুখ রয়েছে কি না, সেটা মাথায় রাখতে হবে। তারপরই বেছে নিতে হবে হেল্থ ইনস্যুরেন্স।

সেই মতো সাম এসিয়োর্ড ঠিক করুন
  • 5/8

আপনার এলাকায় চিকিৎসায় ঠিক কত টাকা খরচ হতে পারে, সেটা মাথায় রাখতে হবে। সেই মতো সাম এসিয়োর্ড ঠিক করুন। তাহলেই দেখবেন প্রয়োজনের সময় বিপদ হবে না। 

কী কী বেনিফিট রয়েছে সেটা দেখতে হবে
  • 6/8

যেই হেল্থ ইনস্যুরেন্স নিতে চলেছেন, তাতে কী কী বেনিফিট রয়েছে সেটা দেখতে হবে। এতে অ্যাম্বুলেন্সের খরচ থেকে শুরু করে ম্যাটারনিটি মিলবে কি না, সেটা দেখতে হবে। তাহলেই ঠিক ঠাক হেল্থ ইনস্যুরেন্স বেছে নিতে পারবেন। 

নেটওয়ার্ক হাসপাতাল দেখা খুবই জরুরি
  • 7/8

নেটওয়ার্ক হাসপাতাল দেখা খুবই জরুরি। কারণ নেটওয়ার্ক হাসপাতালেই আপনি ক্যাশলেশ ট্রিটমেন্ট পাবেন। তাই এই লিস্টটা জেনে নেওয়া জরুরি। তারপরই নিজের জন্য বেছে নিন হেল্থ ইনস্যুরেন্স। 

Advertisement
মাসে এবং বছরে ঠিক কত টাকা প্রিমিয়াম দিতে হবে
  • 8/8

মাসে এবং বছরে ঠিক কত টাকা প্রিমিয়াম দিতে হবে, সেটা মাথায় রাখুন। সেই মতো প্ল্যান করুন। তাহলেই সমস্যার সহজ সমাধান করতে পারবেন। 
 

Advertisement