scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

ভারতে কবে থেকে শুরু হচ্ছে 5G ইন্টারনেট পরিষেবার ট্রায়াল! জেনে নিন

ভারতে কবে থেকে শুরু হচ্ছে 5G ইন্টারনেট পরিষেবার ট্রায়াল! জেনে নিন
  • 1/6

শীঘ্রই 4G পেরিয়ে 5G ইন্টারনেট পরিষেবা চালু হতে চলেছে ভারতে। ২০২১-এর জানুয়ারি থেকেই বিশ্বের বিভিন্ন স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা 5G প্রযুক্তি সহায়ক হ্যান্ডসেটের উৎপাদন ও বিক্রি শুরু করে দিয়েছে।

ভারতে কবে থেকে শুরু হচ্ছে 5G ইন্টারনেট পরিষেবার ট্রায়াল! জেনে নিন
  • 2/6

নতুন 5G প্রযুক্তি সহায়ক স্মার্টফোনগুলিতে আপাতত 4G গতির ইন্টারনেট পরিষেবা মিললেও ভবিষ্যতে 5G ইন্টারনেট পরিষেবাও সাপোর্ট করবে এই হ্যান্ডসেটে। তবে ভারতে কবে থেকে 5G ইন্টারনেট পরিষেবা চালু হচ্ছে, সে বিষয়ে সম্প্রতি ইঙ্গিত মিলেছে।

ভারতে কবে থেকে শুরু হচ্ছে 5G ইন্টারনেট পরিষেবার ট্রায়াল! জেনে নিন
  • 3/6

দেশজুড়ে শুরু হতে চলেছে 5G ইন্টারনেট পরিষেবার ফিল্ড ট্রায়াল। ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন (DoT) জানিয়েছে, দেশে 5G পরিষেবা শুরুর প্রস্তুতি চলছে। আর দুই থেকে তিন মাসের মধ্যেই দেশে 5G Field Trial শুরু হতে চলেছে।

Advertisement
ভারতে কবে থেকে শুরু হচ্ছে 5G ইন্টারনেট পরিষেবার ট্রায়াল! জেনে নিন
  • 4/6

ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন (DoT) আইটি সম্পর্কিত সংসদীয় কমিটিকে জানিয়েছে যে, 5G ট্রায়ালের জন্য এখনও পর্যন্ত ১৬টি আবেদন জমা পড়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে, Reliance Jio প্রথম 5G পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছিল।

ভারতে কবে থেকে শুরু হচ্ছে 5G ইন্টারনেট পরিষেবার ট্রায়াল! জেনে নিন
  • 5/6

ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন (DoT) গত মাসে ৭০০ MHz (মেগাহার্টজ), ৮০০ MHz, ৯০০ MHz, ১৮০০ MHz, ২১০০ MHz, ২৩০০ MHz এবং ২৫০০ MHz স্পেকট্রাম ব্যান্ড নিলামের জন্য নোটিশ জারি করেছে।

ভারতে কবে থেকে শুরু হচ্ছে 5G ইন্টারনেট পরিষেবার ট্রায়াল! জেনে নিন
  • 6/6

ইতিমধ্যেই 5G ট্রায়াল করে ফেলেছে Airtel। ৩৩০০ MHz এবং ৩৬০০ MHz স্পেকট্রাম ব্যান্ড বিশ্বব্যাপী 5G ইন্টারনেট পরিষেবার জন্য আদর্শ হিসাবে বিবেচিত হয়। তবে, 5G ইন্টারনেট পরিষেবার ট্রায়ালের আগে ৩৩০০ MHz এবং ৩০০০ MHz-এর স্পেকট্রাম ব্যান্ডের নিলাম করা হবে না।

Advertisement