scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

7th Pay Commission: মৃত কেন্দ্রীয় সরকারি কর্মীর পরিবার পেতে চলেছে কিছু বাড়তি সুবিধা! জানুন সবিস্তারে

7th Pay Commission: মৃত কেন্দ্রীয় সরকারি কর্মীর পরিবার পাবে বাড়তি পেনশন! জানুন সবিস্তারে
  • 1/8

১৪ জুলাই দেশের ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা (DA) সম্পর্কিত জল্পনার অবসান ঘটেছে। গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

7th Pay Commission: মৃত কেন্দ্রীয় সরকারি কর্মীর পরিবার পাবে বাড়তি পেনশন! জানুন সবিস্তারে
  • 2/8

ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বেড়েছে ১১ শতাংশ। ওই সিদ্ধান্তের ফলে ফলে মহার্ঘ্য ভাতা ১৭ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ হয়েছে।

7th Pay Commission: মৃত কেন্দ্রীয় সরকারি কর্মীর পরিবার পাবে বাড়তি পেনশন! জানুন সবিস্তারে
  • 3/8

আগেই ক্যাবিনেট সচিবের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জয়েন্ট কাউন্সিল মেশিনারি মহার্ঘ্য ভাতার বিষয়ে ছাড়পত্র দেয়। এর পরেই গত বুধবার মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্র সরকার।

Advertisement
7th Pay Commission: মৃত কেন্দ্রীয় সরকারি কর্মীর পরিবার পাবে বাড়তি পেনশন! জানুন সবিস্তারে
  • 4/8

এই মুহূর্তে তিনটি DA এবং DR কিস্তিগুলি প্রাপ্য। সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) অনুযায়ী, সমস্ত DA এবং DR-এর কিস্তি সেপ্টেম্বরে ঘোষণা করা হবে। সে সময় কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের DA এবং DR ২৮ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে।

7th Pay Commission: মৃত কেন্দ্রীয় সরকারি কর্মীর পরিবার পাবে বাড়তি পেনশন! জানুন সবিস্তারে
  • 5/8

সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) অনুযায়ী, কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের পেনশন সংক্রান্ত কিছু নিয়মেও পরিবর্তন হতে চলেছে। নতুন নিয়মে অবশ্যই আরও কিছুটা লাভবান হবেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা।

7th Pay Commission: মৃত কেন্দ্রীয় সরকারি কর্মীর পরিবার পাবে বাড়তি পেনশন! জানুন সবিস্তারে
  • 6/8

নতুন নিয়মে কোনও কেন্দ্রীয় সরকারী কর্মচারীর মৃত্যুর পর তাঁর পরিবার বা নমিনি ৫০ শতাংশ পেনশন পাবেন। তবে এ ক্ষেত্রে ওই কর্মচারীর চাকরির মেয়াদ অন্তত ৭ বছর হওয়া চাই। এর পাশাপাশি পেনশন পাওয়ার প্রক্রিয়াও আগের থেকে কিছুটা সরল করা হয়েছে।

7th Pay Commission: মৃত কেন্দ্রীয় সরকারি কর্মীর পরিবার পাবে বাড়তি পেনশন! জানুন সবিস্তারে
  • 7/8

মহার্ঘ্যভাতা (DA) এবং মূল্যবৃদ্ধি ত্রাণ (DR)-এর বকেয়াই নয়, সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) প্রভাবে সেপ্টেম্বর থেকে বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের Gratuity, Pension, provident fund। আশা করা হচ্ছে, সেপ্টেম্বর থেকে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারের কর্মীদের পেনশনের অঙ্কটাও বাড়তে চলেছে অনেকটাই।

Advertisement
7th Pay Commission: মৃত কেন্দ্রীয় সরকারি কর্মীর পরিবার পাবে বাড়তি পেনশন! জানুন সবিস্তারে
  • 8/8

সূত্রের খবর, আগামী সেপ্টেম্বর থেকে ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি এবং ৬৫ লক্ষ পেনশনভোগীরা বর্ধিত মহার্ঘ্যভাতা (DA) এবং মূল্যবৃদ্ধি ত্রাণ (DR)-এর পাশাপাশি দু’মাসের এরিয়ার টাকাও পাবেন। অর্থাৎ, বেতন ও পেনশনের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি দু’মাসের এরিয়ার টাকাও পাবেন তাঁরা।

Advertisement