scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

DR Hike: উৎসবের মরসুমে ১১% ভাতা বাড়ল পেনশনভোগীদের! ঠিক কত টাকা বাড়ছে জানেন?

DR Hike: পুজোর মাসে ১১% ভাতা বাড়ল পেনশনভোগীদের! ঠিক কত টাকা বাড়ছে জানেন?
  • 1/7

সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) অনুযায়ী, কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের পেনশন সংক্রান্ত কিছু নিয়মেও পরিবর্তন হতে চলেছে। নতুন নিয়মে অবশ্যই আরও কিছুটা লাভবান হবেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা।

DR Hike: পুজোর মাসে ১১% ভাতা বাড়ল পেনশনভোগীদের! ঠিক কত টাকা বাড়ছে জানেন?
  • 2/7

মহার্ঘ্যভাতা (DA) এবং মূল্যবৃদ্ধি ত্রাণ (DR)-এর বকেয়াই নয়, সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) প্রভাবে সেপ্টেম্বর থেকে একে একে দেশের বিভিন্ন রাজ্যে বাড়ছে কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের Gratuity, Pension, provident fund। এর ফলে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারের কর্মীদের পেনশনের অঙ্কটাও বাড়তে শুরু করেছে।

DR Hike: পুজোর মাসে ১১% ভাতা বাড়ল পেনশনভোগীদের! ঠিক কত টাকা বাড়ছে জানেন?
  • 3/7

যেমন, পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ (DR) একলাফে ১১ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে নবীন পট্টনায়েকের ওড়িশা সরকার। মহার্ঘ্য ত্রাণ বা ডিয়ারনেস রিলিফ ১১ শতাংশ বেড়ে ২৮ শতাংশ হয়েছে। কিন্তু ঠিক কত টাকা পেনশন বাড়ছে জানেন! চলুন হাতে পেনশন বাবদ মাসে কত নগদ বাড়তে চলেছে, সেই হিসেবটা বুঝে নিন...

Advertisement
DR Hike: পুজোর মাসে ১১% ভাতা বাড়ল পেনশনভোগীদের! ঠিক কত টাকা বাড়ছে জানেন?
  • 4/7

রিপোর্ট অনুযায়ী, সপ্তম বেতন কমিশনে (7th Pay Commission) সমস্ত কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য সুবিধা রয়েছে। কেন্দ্রীয় সরকার বেতন স্তর ১৩-র জন্য সারণী পরিবর্তন করা হয়েছে।

DR Hike: পুজোর মাসে ১১% ভাতা বাড়ল পেনশনভোগীদের! ঠিক কত টাকা বাড়ছে জানেন?
  • 5/7

Fitment factor (Pay band এবং grade pay) ২.৫৭ থেকে ২.৬৭-এ একটি নির্দিষ্ট স্তরে পরিবর্তিত হয়েছে এবং বেতনের শ্রেণিবিন্যাসও পরিবর্তন করা হয়েছে।

DR Hike: পুজোর মাসে ১১% ভাতা বাড়ল পেনশনভোগীদের! ঠিক কত টাকা বাড়ছে জানেন?
  • 6/7

যদি অবসরের সময় কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মূল বেতন (বেসিক স্যালারি) ২০,০০০ টাকা থাকে, তাহলে জুলাই থেকে তাঁর ডিয়ারনেস রিলিফ (DR) বেড়ে দাঁড়াবে ৫,৬০০ টাকা (২০,০০০ টাকার ২৮ শতাংশ)।

DR Hike: পুজোর মাসে ১১% ভাতা বাড়ল পেনশনভোগীদের! ঠিক কত টাকা বাড়ছে জানেন?
  • 7/7

অর্থাৎ, DR বাবদ জুলাই থেকে তাঁর নগদ বাড়ছে ২,২০০ টাকা (২০,০০০ টাকার ১১ শতাংশ)। এই নিয়মেই অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নিজেদের ডিয়ারনেস রিলিফ (DR)-এর হিসাব করতে পারবেন।

Advertisement