scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

7th Pay Commission: কোন মাস থেকে মিলবে বকেয়া মহার্ঘ্য ভাতা! জেনে নিন

7th Pay Commission: কোন মাস থেকে মিলবে বকেয়া মহার্ঘ্য ভাতা! জেনে নিন
  • 1/8

করোনা অতিমারীর কারণে ২০২০ সালে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের কোনও রকম DA (Dearness Allowance) আর DR (Dearness Relief) বাড়েনি। যদিও সেই বকেয়া ভাতা খুব শীঘ্রই পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।

7th Pay Commission: কোন মাস থেকে মিলবে বকেয়া মহার্ঘ্য ভাতা! জেনে নিন
  • 2/8

এই পদক্ষেপের ফলে কেন্দ্রীয় সরকারের প্রায় ৫০ লক্ষ কর্মচারী এবং ৬০ লক্ষেরও বেশি পেনশনভোগী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

7th Pay Commission: কোন মাস থেকে মিলবে বকেয়া মহার্ঘ্য ভাতা! জেনে নিন
  • 3/8

সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের (7th Pay Commission) সুপারিশের ভিত্তিতে DA বাড়তে চলেছে, বকেয়া DR (Dearness Relief) দেওয়া হবে পেনশনভোগীদের।

Advertisement
7th Pay Commission: কোন মাস থেকে মিলবে বকেয়া মহার্ঘ্য ভাতা! জেনে নিন
  • 4/8

এ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীরা মোট ২১ শতাংশ DA আর DR পাবেন। এর ফলে কেন্দ্রীয় সরকারের প্রায় ৫০ লক্ষাধিক কর্মচারী এবং প্রায় ৬০ লক্ষ পেনশনভোগীরা উপকৃত হবেন।

7th Pay Commission: কোন মাস থেকে মিলবে বকেয়া মহার্ঘ্য ভাতা! জেনে নিন
  • 5/8

জানা গিয়েছে, আগামী জুলাই মাস থেকে কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের মোট বকেয়া DA (Dearness Allowance) আর DR (Dearness Relief) দেওয়া শুরু হবে।

7th Pay Commission: কোন মাস থেকে মিলবে বকেয়া মহার্ঘ্য ভাতা! জেনে নিন
  • 6/8

১ জানুয়ারি, ২০২০ থেকে ১ জানুয়ারি, ২০২১ পর্যন্ত মোট তিনটি বকেয়া DA আর DR দেওয়া শুরু হচ্ছে আগামী জুলাই থেকেই। এ কথা লিখিত ভাবে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।

7th Pay Commission: কোন মাস থেকে মিলবে বকেয়া মহার্ঘ্য ভাতা! জেনে নিন
  • 7/8

এর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও শ্রমিকদের অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমনকে কেন্দ্রীয় কোষাগারের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছিল এবং বিশেষত মূদ্রাস্ফীতির উচ্চহারের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের যোগ্য হারে DA বৃদ্ধির জন্য তাঁকে অনুরোধ করেছিল।

Advertisement
7th Pay Commission: কোন মাস থেকে মিলবে বকেয়া মহার্ঘ্য ভাতা! জেনে নিন
  • 8/8

এই ঘোষণা সমস্ত কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এক বিরাট স্বস্তির খবর! জানুয়ারিতে DA বাড়ানো না হলেও জুলাইয়ে সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের (7th Pay Commission) সুপারিশের ভিত্তিতে DA-সহ বেতন পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীরাও বকেয়া DR (Dearness Relief)-সহ পেনশন পেতে চলেছেন।

Advertisement