scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

7th Pay Commission: জুলাই থেকে প্রভাব পড়তে চলেছে Provident Fund-এর অঙ্কে!

7th Pay Commission: জুলাই থেকে প্রভাব পড়তে চলেছে Provident Fund-এর অঙ্কে!
  • 1/9

করোনা মহামারীর ফলে ২০২০ সালে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের কোনও রকম DA (Dearness Allowance) আর DR (Dearness Relief) বাড়েনি। যদিও ওই বকেয়া ভাতা খুব শীঘ্রই পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের প্রায় ৫০ লক্ষ কর্মচারী এবং ৬০ লক্ষেরও বেশি পেনশনভোগীরা।

7th Pay Commission: জুলাই থেকে প্রভাব পড়তে চলেছে Provident Fund-এর অঙ্কে!
  • 2/9

সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের (7th Pay Commission) সুপারিশের ভিত্তিতে জুলাই থেকে DA বাড়তে চলেছে, বকেয়া DR (Dearness Relief) দেওয়া হবে পেনশনভোগীদের। এ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীরা মোট ২১ শতাংশ DA আর DR পাবেন।

7th Pay Commission: জুলাই থেকে প্রভাব পড়তে চলেছে Provident Fund-এর অঙ্কে!
  • 3/9

মোট ৪ শতাংশ DA বৃদ্ধি আর তারপর ৪ শতাংশ বকেয়া মিটিয়ে দিলে ২০২১ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত নতুন মহার্ঘ্য ভাতা যুক্ত হবে। এর অর্থ হল, খুব শীঘ্রই মোটা অঙ্কের বকেয়া পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

Advertisement
7th Pay Commission: জুলাই থেকে প্রভাব পড়তে চলেছে Provident Fund-এর অঙ্কে!
  • 4/9

সরকারি কর্মচারীদের মূল বেতন এবং মহার্ঘ্য ভাতার (Dearness Allowance) উপর ভিত্তিতে করে Provident Fund হিসাব করা হয়। সুতরাং, সপ্তম পে কমিশনের (7th Pay Commission) নিয়মে এই মহার্ঘ্য ভাতা বৃদ্ধি পেলে তার প্রভাব সরাসরি পড়বে Provident Fund-এর উপরেও।

7th Pay Commission: জুলাই থেকে প্রভাব পড়তে চলেছে Provident Fund-এর অঙ্কে!
  • 5/9

All India Consumer Price Index-এর থেকে পাওয়া তথ্য অনুসারে, ২০২১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অন্তত ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।

7th Pay Commission: জুলাই থেকে প্রভাব পড়তে চলেছে Provident Fund-এর অঙ্কে!
  • 6/9

এ ছাড়াও ২০২০ সালের জানুয়ারি নাগাদ কেন্দ্রীয় সরকার জানিয়েছিল যে, ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) এবং ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করা হবে।

7th Pay Commission: জুলাই থেকে প্রভাব পড়তে চলেছে Provident Fund-এর অঙ্কে!
  • 7/9

অর্থাৎ, সব মিলিয়ে বর্তমানে ১৭ শতাংশ মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) বৃদ্ধি হবে। মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) যদি না বাড়ানো হয়, সেক্ষেত্রে আশা করা হচ্ছে সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় ২৮ শতাংশ বৃদ্ধি পাবে।

Advertisement
7th Pay Commission: জুলাই থেকে প্রভাব পড়তে চলেছে Provident Fund-এর অঙ্কে!
  • 8/9

যেহেতু মাসিক Provident Fund কর্মচারীদের মূল বেতন আর অতিরিক্ত মহার্ঘ্য ভাতার ভিত্তিতে নির্ধারিত হয়, তাই মহার্ঘ্য ভাতা ১৭ শতাংশ থেকে ২৮ শতাংশে বাড়ানো হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মাসিক বেতনেই বাড়বে না, বাড়বে মাসিক Provident Fund-এর পরিমানও।

7th Pay Commission: জুলাই থেকে প্রভাব পড়তে চলেছে Provident Fund-এর অঙ্কে!
  • 9/9

Provident Fund-এর টাকার অঙ্ক বৃদ্ধি পেলে Provident Fund-এর ব্যালেন্সও বৃদ্ধি পাবে এবং তার ফলে কর্মীদের অবসর জীবন আরও সুরক্ষিত হবে। সপ্তম পে কমিশনের (7th Pay Commission) আওতায় মহার্ঘ্য ভাতা বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ট্রাভেল অ্যালাউন্সও বৃদ্ধি পাবে।

Advertisement