scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Aadhaar-PAN Link Offline: কী ভাবে অফলাইনে লিঙ্ক করবেন Aadhaar আর PAN? জেনে নিন

Aadhaar-PAN Link Offline: কীভাবে অফলাইনে লিঙ্ক করবেন Aadhaar আর PAN? জেনে নিন
  • 1/8

Aadhaar-এর সঙ্গে PAN কার্ড লিঙ্ক করার সময়সীমা আগেই বাড়িয়েছে কেন্দ্র। Aadhaar-এর সঙ্গে PAN কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে ২০২১-এর ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত অধিকাংশ নাগরিকেরই Aadhaar-এর সঙ্গে PAN কার্ড লিঙ্ক করা হয়নি।

Aadhaar-PAN Link Offline: কীভাবে অফলাইনে লিঙ্ক করবেন Aadhaar আর PAN? জেনে নিন
  • 2/8

ভাবছেন, পরে কখনও Aadhaar-PAN লিঙ্ক করাবেন! ৩০ জুনের পর লিঙ্ক করাতে গেলে গুণতে হবে ১,০০০ টাকা জরিমানা! শুধু তাই নয়, ৩০ জুনের পর নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার PAN কার্ড!

Aadhaar-PAN Link Offline: কীভাবে অফলাইনে লিঙ্ক করবেন Aadhaar আর PAN? জেনে নিন
  • 3/8

৩০ জুনের পরেও করা হবে PAN কার্ড আর Aadhaar-এর লিঙ্ক করা যাবে। কিন্তু তখন Aadhaar-PAN লিঙ্ক করাতে গেলে গুণতে হবে বাড়তি ১,০০০ টাকা! সুপ্রিম কোর্ট জানিয়েছে, আয়কর রিটার্ন জমা দেওয়া ও PAN কার্ডের ক্ষেত্রে ১২ সংখ্যার বায়োমেট্রিক আইডি থাকা বাধ্যতামূলক।

Advertisement
Aadhaar-PAN Link Offline: কীভাবে অফলাইনে লিঙ্ক করবেন Aadhaar আর PAN? জেনে নিন
  • 4/8

কিন্তু PAN কার্ড আর Aadhaar-এর লিঙ্ক করতে গিয়ে সম্প্রতি সমস্যায় পড়তে হচ্ছে অনেককেই। ৭ জুন থেকে নতুন E-Filing Portal লঞ্চ করেছে। আয়কর দফতরের নতুন ওয়েবসাইট চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত নানা সমস্যা নিয়ে একাধিক অভিযোগ জানিয়েছেন আয়করদাতারা।

Aadhaar-PAN Link Offline: কীভাবে অফলাইনে লিঙ্ক করবেন Aadhaar আর PAN? জেনে নিন
  • 5/8

গত মঙ্গলবার আয়কর দফতরের নতুন পোর্টালের সমস্যা নিয়ে টুইট করেছেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নিজের টুইটে নতুন ই-ফাইলিং পোর্টাল নির্মাণকারী সংস্থা Infosys-কে প্রযুক্তিগত ত্রুটি দ্রুত শুধরে নেওয়ার কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Aadhaar-PAN Link Offline: কীভাবে অফলাইনে লিঙ্ক করবেন Aadhaar আর PAN? জেনে নিন
  • 6/8

এমনিতে PAN কার্ড আর Aadhaar-এর সংযুক্তিকরণ করা হত www.incometaxindiaefiling.gov.in সাইটের মাধ্যমে। নতুন ই-ফাইলিং পোর্টাল ২.০-এর লঞ্চের পর নানা সমস্যার সম্মুখীন হয়েছেন অনেকেই।

Aadhaar-PAN Link Offline: কীভাবে অফলাইনে লিঙ্ক করবেন Aadhaar আর PAN? জেনে নিন
  • 7/8

তাহলে PAN কার্ড আর Aadhaar-এর লিঙ্ক করবেন কী করে? অফলাইনে PAN কার্ড আর Aadhaar-এর সংযুক্তিকরণের উপায় রয়েছে।

Advertisement
Aadhaar-PAN Link Offline: কীভাবে অফলাইনে লিঙ্ক করবেন Aadhaar আর PAN? জেনে নিন
  • 8/8

অফলাইনে PAN কার্ড আর Aadhaar-এর সংযুক্তিকরণের ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে SMS করেও আবেদন জানানো যেতে পারে। এর পর SMS মারফৎ পাওয়া নির্দেশ অনুসরণ করলেই লিঙ্ক হয়ে যাবে PAN কার্ড আর Aadhaar।

Advertisement