scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Aadhaar-PAN কার্ড লিঙ্কের ডেডলাইন সামনেই! লিঙ্ক করুন ৫ মিনিটেই

Aadhaar-PAN কার্ড লিঙ্কের ডেডলাইন সামনেই! লিঙ্ক করুন ৫ মিনিটেই
  • 1/8

আধার প্যান লিঙ্ক করার সময়সীমা জানেন তো? আধার কার্ড এবং প্যান লিঙ্ক করার সময়সীমা শেষ হতে চলেছে। এখনও লক্ষ লক্ষ মানুষ আছেন যারা আধার এবং প্যান লিঙ্ক করেননি।

Aadhaar-PAN কার্ড লিঙ্কের ডেডলাইন সামনেই! লিঙ্ক করুন ৫ মিনিটেই
  • 2/8

সময় মতো এই কাজটি সেরে না ফেললে সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে লিঙ্ক করা করাতে শুধু সমস্যাই হবে না, এর জন্য আপনাকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানাও দিতে হতে পারে।

Aadhaar-PAN কার্ড লিঙ্কের ডেডলাইন সামনেই! লিঙ্ক করুন ৫ মিনিটেই
  • 3/8

প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা ৩১ মার্চ ২০২২-এ শেষ হচ্ছে। যারা সময়সীমা শেষ হওয়ার আগে আধার এবং প্যান লিঙ্ক করবেন না, তাদের প্যান ১ এপ্রিল, ২০২২ থেকে অবৈধ হয়ে যাবে।

Advertisement
Aadhaar-PAN কার্ড লিঙ্কের ডেডলাইন সামনেই! লিঙ্ক করুন ৫ মিনিটেই
  • 4/8

শুধু তাই নয়, অবৈধ হয়ে যাওয়া কোনও কাজে এমন প্যান কার্ড ধরিয়ে দিলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। এছাড়াও, প্যান কার্ডধারী যারা কোনও কারণে নির্দিষ্ট সময়সীমার মধ্যে লিঙ্ক করেন না, তাদের অনেক সমস্যায় পড়তে হতে পারে। তাই মাত্র ৫ মিনিটেই সেরে ফেলুন Aadhaar PAN Link। জেনে নিন পদ্ধতি...

Aadhaar-PAN কার্ড লিঙ্কের ডেডলাইন সামনেই! লিঙ্ক করুন ৫ মিনিটেই
  • 5/8

এর জন্য প্রথমে ই-ফাইলিং পোর্টাল ২.০-এ (www.incometax.gov.in) যেতে হবে। এই পোর্টালের পেজে Link Aadhaar অপশন দেখতে পাবেন। এই Link Aadhaar অপশনের নিচেই Know About Your Aadhaar PAN Link Status অপশনে ক্লিক করতে হবে।

Aadhaar-PAN কার্ড লিঙ্কের ডেডলাইন সামনেই! লিঙ্ক করুন ৫ মিনিটেই
  • 6/8

এখানে যে নতুন উইন্ডো খুলে যাবে, সেখানে যেখানে নিজের Aadhaar ও PAN সম্পর্কিত যাবতীয় নথি আর তথ্য প্রদান করতে হবে। 

Aadhaar-PAN কার্ড লিঙ্কের ডেডলাইন সামনেই! লিঙ্ক করুন ৫ মিনিটেই
  • 7/8

Aadhaar ও PAN সম্পর্কিত যাবতীয় নথি আর তথ্য প্রদান করার পর 'View Link Aadhaar Status' অপশনে ক্লিক করতে হবে। এখানেই দেখে নেওয়া যাবে Aadhaar ও PAN লিঙ্ক হয়েছে কি-না।

Advertisement
Aadhaar-PAN কার্ড লিঙ্কের ডেডলাইন সামনেই! লিঙ্ক করুন ৫ মিনিটেই
  • 8/8

যদি লিঙ্ক না হয়ে থাকে, তাহলে PAN কার্ড আর Aadhaar-এর লিঙ্ক করার জন্য ৫৬৭৬৭৮ নম্বরে অথবা ৫৬১৬১ নম্বরে SMS করেও আবেদন জানানো যেতে পারে। এর পর SMS মারফৎ পাওয়া নির্দেশ অনুসরণ করলেই লিঙ্ক হয়ে যাবে PAN কার্ড আর Aadhaar।

Advertisement