scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Air India Recruitment 2021: একাধিক শূন্যপদে নিয়োগ করছে Air India, ন্যূনতম বেতন ২১,৩০০ টাকা!

Air India Recruitment 2021: একাধিক শূন্যপদে নিয়োগ করছে Air India, ন্যূনতম বেতন ২১,৩০০ টাকা!
  • 1/9

মোট ১৫টি শূন্যপদে ফিনান্স ম্যানেজার, অ্যাকাউন্টস অফিসার এবং অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করছে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড (AIASL)। আপাতত চুক্তিভিত্তিতে নিয়োগ করা হলেও পরবর্তিকালে দক্ষতার নিরিখে চুক্তির মেয়াদ এবং AIASL-এর প্রয়োজন অনুযায়ী চুক্তি নবীকরণ হতে পারে। আগামিকাল, ১ জুনের মধ্যে আবেদন জানাতে হবে। চলুন এই নিয়োগের খুঁটিনাটি জেনে নেওয়া যাক...

Air India Recruitment 2021: একাধিক শূন্যপদে নিয়োগ করছে Air India, ন্যূনতম বেতন ২১,৩০০ টাকা!
  • 2/9

ফিনান্স ম্যানেজার: মোট শূন্যপদের সংখ্যা ৪টি। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা কস্ট অ্যাকাউন্ট্যান্টরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার মেম্বার অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্ক অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার মেম্বার হতে হবে।

Air India Recruitment 2021: একাধিক শূন্যপদে নিয়োগ করছে Air India, ন্যূনতম বেতন ২১,৩০০ টাকা!
  • 3/9

অ্যাকাউন্টস অফিসার: মোট শূন্যপদের সংখ্যা ৭টি। ইন্টার চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা ইন্টার কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্সি অথবা এমবিএ ইন ফিনান্স বা সমতুল্য (২ বছরের ফুল টাইম কোর্স) পাশ হতে হবে। পাশাপাশি অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই। মাইনে ৩২,২০০ টাকা।

Advertisement
Air India Recruitment 2021: একাধিক শূন্যপদে নিয়োগ করছে Air India, ন্যূনতম বেতন ২১,৩০০ টাকা!
  • 4/9

অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট: মোট শূন্যপদের সংখ্যা ৪টি। এই পদের প্রার্থীকে স্নাতক হতে হবে। পাশাপাশি ফিনান্স ফাংশনস অ্যান্ড একাউন্টসে ১ বছর বা তার বেশি সময়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর সঙ্গেই ESIC, PF, Welfare Fund, Professional Tax, GST, Billing ইত্যাদিতে পেশাদারী দক্ষতা থাকা চাই। কোনও এয়ারলাইনে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। মাইনে ২১,৩০০ টাকা।

Air India Recruitment 2021: একাধিক শূন্যপদে নিয়োগ করছে Air India, ন্যূনতম বেতন ২১,৩০০ টাকা!
  • 5/9

বয়সসীমা: ফিনান্স ম্যানেজার পদের ক্ষেত্রে সদ্য পাশ করা প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। অ্যাকাউন্টস অফিসার পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা, তফশিলিরা বয়সের ক্ষেত্রে ৫ বছর, ওবিসিরা ৩ বছর পর্যন্ত ছাড় পাবেন।

Air India Recruitment 2021: একাধিক শূন্যপদে নিয়োগ করছে Air India, ন্যূনতম বেতন ২১,৩০০ টাকা!
  • 6/9

বেতন: ফিনান্স ম্যানেজার পদের মাসিক বেতন ৫০,০০০ টাকা, অ্যাকাউন্টস অফিসার পদের বেতন ৩২,২০০ টাকা এবং অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ন্যূনতম বেতন ২১,৩০০ টাকা। এই নিয়োগ হবে দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বইয়ে।

Air India Recruitment 2021: একাধিক শূন্যপদে নিয়োগ করছে Air India, ন্যূনতম বেতন ২১,৩০০ টাকা!
  • 7/9

নিয়োগ পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে স্ক্রিনিং আর পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। স্ক্রিনিং, ইন্টারভিউয়ের সময় ই-মেল করা দরখাস্তের কপি, যাবতীয় প্রমাণপত্র, ডিমান্ড ড্রাফট ইত্যাদি সঙ্গে নিতে হবে।

Advertisement
Air India Recruitment 2021: একাধিক শূন্যপদে নিয়োগ করছে Air India, ন্যূনতম বেতন ২১,৩০০ টাকা!
  • 8/9

পার্সোনাল ইন্টারভিউ, স্ক্রিনিং, গ্রুপ ডিসকাশনের সময় আবেদনের ফি বাবদ ৫০০ টাকার ডিমান্ড ড্রাফট জমা দিতে হবে। ডিমান্ড ড্রাফট কাটবেন AI AIRPORT SERVICES LIMITED মুম্বইয়ের অনুকূলে। প্রাক্তন সেনাকর্মী এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের এই ফি দিতে হবে না।

Air India Recruitment 2021: একাধিক শূন্যপদে নিয়োগ করছে Air India, ন্যূনতম বেতন ২১,৩০০ টাকা!
  • 9/9

নির্ধারিত বয়ান পূরণ করা দরখাস্ত ১ জুনের মধ্যে ই-মেল করতে হবে এই hrhq.aiasl@airindia.in আইডিতে। আবেদনপত্রের বয়ান ও সঙ্গে কী কী নথিপত্রের স্ক্যান কপি ই-মেল করতে হবে, তা জানতে http://www.airindia.in/ ওয়েবসাইটে নেওয়া নির্দেশ অনুসরণ করুন।

Advertisement