Airtel, Jio ও Vi-এর বেশকিছু প্ল্যন রয়েছে যেগুলির ভ্যালিডিটি ৮৪ দিন। টেলিকম সংস্থাগুলি ১.৫ GB,২ GB ও ৩ GB দৈনিক ডেটা সম্বলিত একাধিক প্রিপেড প্ল্যানের অফার দেয়। Jio ও Vi-এর দৈনিক 3GB ডেটা সম্বলিত ৮৪ দিন ভ্যালিডিটির প্ল্যানও রয়েছে।
Jio-র ৫৫৫ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। তাতে রয়েছে দৈনিক ১.৫ GB ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল। তাছাড়াও রয়েছে দৈনিক ১০০ এসএমএস এবং জিও অ্যাপের সাবসক্রিপশান।
জিওর ৫৯৯ টাকার প্ল্যানে দৈনিক ২ GB ডেটা এবং ৯৯৯ টাকার প্ল্যানে রোজ ৩ GB ডেটা পাওয়া যায়। দুটোরই ভ্যালিডিটি ৮৪ দিন। এছাড়াও এগুলিকে ৫৫৫ টাকার প্ল্যানের সুবিধাগুলিও রয়েছে
Airtel-এর ৩টি প্রিপেড প্ল্যান রয়েছে যার ভ্যালিডিটি ৮৪ দিন। Airtel-এর ৩৭৯ টাকার প্রিপেড প্ল্যানে পাওয়া যায় ৬ GB ডেটা, আনলিমিটেড কল ও ৯০০ এসএমএস। এর ভ্যালিডিটিও ৮৪ দিন।
Airtel-এর ৫৯৮ ও ৬৯৮ টাকার প্ল্যানটিও ৮৪ জিনের ভ্যালিডিটি সম্পন্ন। ৫৯৮ টাকার প্ল্যানে রোজ ১.৫ GB এবং ৬৯৮ টাকার প্ল্যানে দৈনিক ২ GB ডেটা দেওয়া হয়। তাছাড়ও দুটি প্ল্যানেই রয়েছে আনলিমিটেড কল ও দৈনিক ১০০ এসএমএস। তিনটি প্ল্যানের সঙ্গেও Airtel XStream Premium,Free Hellotunes, Wynk music, ফ্রি অনলাইন কোর্স এবং FAStag-এ ১৫০ টাকার ক্যাশব্যাক পাওয়া যায়।
Vi-এর ৫৯৯ টাকার প্ল্যানটি বৈধতাও ৮৪ দিনের। এতে পাওয়া যায় দৈনিক ১.৫ GB ডেটা। সঙ্গে আনলিমিটেড কল ও ১০০ এসএমএস। এই প্ল্যানটি উইকএন্ড ডেটা রোলওভারের সঙ্গে পাওয়া যায়। এতে, Vi সিনেমা এবং টিভির অ্যাক্সেসও দেওয়া হয়।
Vi-এর ৬৯৯ টাকার প্রিপেড প্ল্যানে ডবল ডেটা দেওয়া হয়। এতে গ্রাহক ৪ GB ডেটা পান। তাছাড়া, গ্রাহক আনলিমিটেড কল এবং 100 টি এসএমএসও পান। প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। এর সঙ্গে দেওয়া হয় উইকএন্ড ডেটা রোলওভার।