scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Reliance Jio-র বড় ঘোষণা! নতুন বছর থেকে ফ্রি ভয়েস কলিং দেশের সব নেটওয়ার্কেই

Reliance Jio-র বড় ঘোষণা! নতুন বছর থেকে ফ্রি ভয়েস কলিং দেশের সমস্ত নেটওয়ার্কেই
  • 1/6

শুধুমাত্র নিজস্ব নেটওয়ার্কেই নয়, নতুন বছর থেকে Reliance Reliance Jio-র গ্রাহকরা দেশের যে কোনও নেটওয়ার্কেই ভয়েস কলিং করতে পারবেন একেবারে বিনামূল্যে!

Reliance Jio-র বড় ঘোষণা! নতুন বছর থেকে ফ্রি ভয়েস কলিং দেশের সমস্ত নেটওয়ার্কেই
  • 2/6

২০২০-এর ১ জানুয়ারি থেকে দেশের টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া (TRAI) ‘Bill & Keep’ সিস্টেম চালু করার নির্দেশ দেয়। তার পর থেকেই Reliance Jio তার গ্রাহকদের থেকে অফ-নেট ভয়েস কলিংয়ের জন্য ফ্রি মিনিট শেষের পর নির্দিষ্ট হারে কল চার্জ নিতে শুরু করে।

Reliance Jio-র বড় ঘোষণা! নতুন বছর থেকে ফ্রি ভয়েস কলিং দেশের সমস্ত নেটওয়ার্কেই
  • 3/6

তার পর থেকে এত দিন পর্যন্ত শুধুমাত্র নিজস্ব নেটওয়ার্কেই বিনামূল্যে কল করার সুযোগ পেতেন গ্রাহকেরা। তবে দেশের অন্যান্য নেটওয়ার্কে কল করার জন্য Reliance Jio-র বিভিন্ন রিচার্জ প্ল্যানে তার ভ্যালু অনুযায়ী ‘ফ্রি মিনিটস’ পেতেন গ্রাহকরা।

Advertisement
Reliance Jio-র বড় ঘোষণা! নতুন বছর থেকে ফ্রি ভয়েস কলিং দেশের সমস্ত নেটওয়ার্কেই
  • 4/6

তবে নতুন বছর থেকে Jio-র গ্রাহকরা দেশের যে কোনও নেটওয়ার্কেই বিনামূল্যে আনলিমিটেড কল করার সুযোগ পাবেন।

Reliance Jio-র বড় ঘোষণা! নতুন বছর থেকে ফ্রি ভয়েস কলিং দেশের সমস্ত নেটওয়ার্কেই
  • 5/6

৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত Reliance Jio তার গ্রাহকদের থেকে IUC চার্জ বা অন্য নেটওয়ার্কে কল করার জন্য টাকা কাটলেও ১ জানুয়ারি, ২০২১ থেকে এই IUC চার্জ আর কাটা হবে না। ফলে দেশের যে কোনও নেটওয়ার্কেই বিনামূল্যে কল করার সুযোগ পাবেন Jio-র গ্রাহকরা।

Reliance Jio-র বড় ঘোষণা! নতুন বছর থেকে ফ্রি ভয়েস কলিং দেশের সমস্ত নেটওয়ার্কেই
  • 6/6

Reliance Jio-র এই ঘোষণায় রীতিমতো চাপে পড়তে হবে Airtel, Vodafone Idea বা BSNL-এর মতো দেশের অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে। কারণ, IUC চার্জ বা অন্য নেটওয়ার্কে কল করার জন্য টাকা কাটার নিয়ম দেশের বাকি টেলিকম সংস্থাগুলিতে এখনও চালু চয়েছে।

Advertisement