scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

১ এপ্রিল থেকে বাতিল হচ্ছে এই ৭ ব্যাঙ্কের পুরনো Cheque Book, Passbook!

১ এপ্রিল থেকে বাতিল হচ্ছে এই ৭ ব্যাঙ্কের পুরনো Cheque Book, Passbook!
  • 1/7

১ এপ্রিল থেকে দেশজুড়ে বাতিল হতে চলেছে কিছু ব্যাঙ্কের পুরনো Cheque Book, Passbook। মোট ৭টি ব্যাঙ্কের ক্ষেত্রে এমনটা হতে চলেছে। দেশজুড়ে বর্তমানে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণের ফলে এই পরিস্থির সম্মুখীন লক্ষ লক্ষ গ্রাহক।

১ এপ্রিল থেকে বাতিল হচ্ছে এই ৭ ব্যাঙ্কের পুরনো Cheque Book, Passbook!
  • 2/7

এর সূচনা হয়েছিল স্টেট ব্যাঙ্কের (SBI) সঙ্গে তার সহযোগী ৬টি ব্যাঙ্কের সংযুক্তিকরণের মাধ্যমে। এই সংযুক্তিকরণের অংশ হিসাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) সঙ্গে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স (OBC) এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (UBI) জুড়ে গিয়েছে।

১ এপ্রিল থেকে বাতিল হচ্ছে এই ৭ ব্যাঙ্কের পুরনো Cheque Book, Passbook!
  • 3/7

যে ৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পুরনো Cheque Book, Passbook ১ এপ্রিল থেকে বাতিল হতে চলেছে সেগুলি হল দেনা ব্যাঙ্ক, বিজয়া ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক এবং এলাহাবাদ ব্যাঙ্ক।

Advertisement
১ এপ্রিল থেকে বাতিল হচ্ছে এই ৭ ব্যাঙ্কের পুরনো Cheque Book, Passbook!
  • 4/7

বিজয়া ব্যাঙ্ক এবং দেনা ব্যাঙ্ক মার্জ হয়েছে ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে। ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স যুক্ত হয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) সঙ্গে। একই ভাবে ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হয়েছে কানাড়া ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এলাহাবাদ ব্যাঙ্ক।

১ এপ্রিল থেকে বাতিল হচ্ছে এই ৭ ব্যাঙ্কের পুরনো Cheque Book, Passbook!
  • 5/7

ওই ৭টি ব্যাঙ্কের গ্রাহকরা তাঁদের একাউন্টের Passbook ৩১ মার্চ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। কারণ, এই ব্যঙ্কের Cheque Book ৩১ মার্চ পর্যন্তই বৈধ থাকবে। এই কারণেই সম্প্রতি সংযুক্ত হওয়া ব্যাঙ্কের গ্রাহকরা তাঁদের বর্তমান Cheque Book, Passbook শুধুমাত্র ৩১ মার্চ পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

১ এপ্রিল থেকে বাতিল হচ্ছে এই ৭ ব্যাঙ্কের পুরনো Cheque Book, Passbook!
  • 6/7

তবে সিন্ডিকেট ব্যাঙ্কের গ্রাহকরা আগামী ৩০ জুন, ২০২১ পর্যন্ত তাঁদের পুরনো Cheque Book ব্যবহার করতে পারবেন। নতুন Cheque Book, Passbook পাওয়ার পরেও গ্রাহকদের আর্থিক বিবরণ, বিভিন্ন আর্থিক সরঞ্জামে রেকর্ড করা আপডেট করতে ভুলবেন না।

১ এপ্রিল থেকে বাতিল হচ্ছে এই ৭ ব্যাঙ্কের পুরনো Cheque Book, Passbook!
  • 7/7

ব্যাঙ্কের সঙ্গে যুক্ত গ্রাহকদের মিউচুয়াল ফান্ড, ট্রেডিং অ্যাকাউন্ট, জীবন বিমা পলিসি, আয়কর অ্যাকাউন্ট, স্থায়ী আমানত, রেকারিং ডিপোজিট, প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট এবং অন্যান্য অনেক জায়গায় যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করা প্রয়োজন সেগুলি সেরে ফেলতে হবে।

Advertisement