scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Amarnath Yatra শুরু ২৮ জুন! কবে, কোথা থেকে রেজিস্ট্রেশন, জেনে নিন

Amarnath Yatra শুরু ২৮ জুন! কবে, কোথা থেকে রেজিস্ট্রেশন, জেনে নিন
  • 1/7

করোনা মহামারীর কারণে গত বছর স্থগিত ছিল অমরনাথ যাত্রা। তবে এ বছর শীঘ্রই শুরু হবে অমরনাথ যাত্রা। দক্ষিণ কাশ্মীরে হিমালয়ের কোলে 8,৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত এই গুহার মাহাত্ম্য হিন্দুদের কাছে অপরিসীম!

Amarnath Yatra শুরু ২৮ জুন! কবে, কোথা থেকে রেজিস্ট্রেশন, জেনে নিন
  • 2/7

এ বছর অমরনাথ যাত্রা শুরু হচ্ছে ২৮ জুন। ২২ আগস্ট রাখি বন্ধন উৎসবের দিন এর সমাপ্তি হবে। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের (SASB) ৪০তম বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Amarnath Yatra শুরু ২৮ জুন! কবে, কোথা থেকে রেজিস্ট্রেশন, জেনে নিন
  • 3/7

রাজভবনে হয় এই বৈঠক। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের (SASB) ৪০তম বোর্ড মিটিংয়ে সভাপতিত্ব করেন লেফ্টান্যান্ট গভর্নর মনোজ সিনহা। অমরনাথ যাত্রার জন্য রেডিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ১ এপ্রিল থেকে।

Advertisement
Amarnath Yatra শুরু ২৮ জুন! কবে, কোথা থেকে রেজিস্ট্রেশন, জেনে নিন
  • 4/7

মোট ৩৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক (J&K Bank) এবং ইয়েস ব্যাঙ্কের (Yes Bank) মোট ৮৬৬টি শাখার মাধ্যমে অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন করা যাবে।

Amarnath Yatra শুরু ২৮ জুন! কবে, কোথা থেকে রেজিস্ট্রেশন, জেনে নিন
  • 5/7

২০১৫ সালে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি তীর্থযাত্রী গিয়েছেন অমরনাথে। সে বছর মোট ৩.৫২ লক্ষ তীর্থযাত্রী অমরনাথে গিয়েছিলেন।

Amarnath Yatra শুরু ২৮ জুন! কবে, কোথা থেকে রেজিস্ট্রেশন, জেনে নিন
  • 6/7

২০১৬-এ প্রায় ৩.২০ লক্ষ, ২০১৭-এ ২.৬০ লক্ষ এবং ২০১৮ সালে মোট ২.৮৫ লক্ষ মানুষ অমরনাথে গিয়েছিলেন। ২০১৯ সালে ৩.৪২ লক্ষেরও বেশি তীর্থযাত্রী অমরনাথ গিয়েছিলেন।

Amarnath Yatra শুরু ২৮ জুন! কবে, কোথা থেকে রেজিস্ট্রেশন, জেনে নিন
  • 7/7

এ বছর কুম্ভ মেলার ক্ষেত্রে করোনা সংক্রমণ থেকে বাঁচতে একাধিক সতর্কবিধি মানা হচ্ছে। গঙ্গাসাগরেও ছিল একধিক সুরক্ষা ব্যবস্থা। অমরনাথ যাত্রার ক্ষেত্রে এমন কোনও ব্যবস্থা বা সতর্কবিধির কথা ভাবা হচ্ছে কিনা, তা এখনও জানা যায়নি।

Advertisement