scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

LIC Claim Settlement: করোনা বিপর্যয়ে স্বস্তি! জীবন বিমার টাকা পাওয়ার নিয়ম আরও সরল করলো LIC

LIC Claim Settlement: করোনা সঙ্কটে স্বস্তি! এখন আরও সহজে পাওয়া যাবে LIC-এর টাকা!
  • 1/8

দেশজুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এখন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের ওপরেই থাকছে।

LIC Claim Settlement: করোনা সঙ্কটে স্বস্তি! এখন আরও সহজে পাওয়া যাবে LIC-এর টাকা!
  • 2/8

শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন। মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ১৩৬ জনের। বাড়তে থাকা করোনা সংক্রমণে দোসর হাসপাতালে অক্সিজেন আর বেডের আকাল!

LIC Claim Settlement: করোনা সঙ্কটে স্বস্তি! এখন আরও সহজে পাওয়া যাবে LIC-এর টাকা!
  • 3/8

এই পরিস্থিতিতে গ্রাহকদের সুবিধা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে পলিসির নিয়মে বেশ কিছু ছাড় দিল ভারতীয় জীবন বিমা নিগম (LIC)। গত সোমবার থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

Advertisement
LIC Claim Settlement: করোনা সঙ্কটে স্বস্তি! এখন আরও সহজে পাওয়া যাবে LIC-এর টাকা!
  • 4/8

LIC-র পক্ষ থেকে নিয়ম সরল করে জানানো হয়েছে, কোন‌ও গ্রাহকের মৃত্যু হলে তাঁর পরিবার-পরিজন বা নমিনি খুব সহজেই পলিসির টাকার জন্য আবেদন করতে পারবেন।

LIC Claim Settlement: করোনা সঙ্কটে স্বস্তি! এখন আরও সহজে পাওয়া যাবে LIC-এর টাকা!
  • 5/8

এর আগে পর্যন্ত পুরসভার দেওয়া মৃত্যুর শংসাপত্র নিয়ে তবেই LIC পলিসির টাকার জন্য আবেদন করতে পারতেন পলিসির নমিনি। কিন্তু পুরনো পদ্ধতি মেনে টাকা পেতে হলে বর্তমান পরিস্থিতিতে মৃতের পরিবারকে অনেকদিন অপেক্ষা করতে হবে।

LIC Claim Settlement: করোনা সঙ্কটে স্বস্তি! এখন আরও সহজে পাওয়া যাবে LIC-এর টাকা!
  • 6/8

LIC-র নতুন নিয়মে পুরসভার দেওয়া মৃত্যুর শংসাপত্র ছাড়াও হাসপাতাল থেকে পাওয়া নথি (যেখানে মৃত্যুর তারিখ ও সময় উল্লেখ করা থাকবে) এবং দেহ সৎকার করার নথি জমা দিয়েই পলিসির টাকার জন্য আবেদন করা যাবে।

LIC Claim Settlement: করোনা সঙ্কটে স্বস্তি! এখন আরও সহজে পাওয়া যাবে LIC-এর টাকা!
  • 7/8

উল্লেখিত পরিস্থিতি ছাড়াও যে সকল ক্ষেত্রে পলিসি গ্রাহকের জীবিত থাকার শংসাপত্র জমা দেওয়ার প্রয়োজন পড়ে, সে সব ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন করেছে LIC কর্তৃপক্ষ।

Advertisement
LIC Claim Settlement: করোনা সঙ্কটে স্বস্তি! এখন আরও সহজে পাওয়া যাবে LIC-এর টাকা!
  • 8/8

বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভিডিও কলের মাধ্যমেও নিজের জীবিত থাকার প্রমাণ দিতে পারেন LIC-র গ্রাহক। পাশাপাশি LIC-র নিকটবর্তী যে কোনও শাখায় গিয়ে নথি জমা দেওয়া যেতে পারে।

Advertisement