২৮ দিনের ফেব্রুয়ারিতে ১২ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। নানা উপলক্ষে বেশ কিছু ছুটিছাটাও রয়েছে বিভিন্ন দফতরে! বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসবকে মাথায় রেখে এই ছুটির তালিকা তৈরি করা হয়।
ফেব্রুয়ারিতে ব্যাঙ্কের ছুটির তালিকায় চারটি রবিবার, দ্বিতীয় আর চতুর্থ শনিবারের ছুটি। এ ছাড়াও কিছু ছুটি রয়েছে। তবে নানা উপলক্ষে বেশ কিছু ছুটি-ছাটা ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের ৫ দিনই ব্যাঙ্ক বন্ধ থাকবে। চলুন জেনে নেওয়া যাক, ওই সপ্তাহে কোন কোন দিন ব্যাঙ্কের পরিষেবা পাওয়া যাবে...
২ ফেব্রুয়ারি গ্যাংটকে সোনম লোছার উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৫ ফেব্রুয়ারি আগরতলা, ভুবনেশ্বর, কলকাতায় সরস্বতী পূজা / শ্রী পঞ্চমী / বসন্ত পঞ্চমী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
মাসের প্রথম রবিবার উপলক্ষে ৬ ফেব্রুয়ারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফেব্রুয়ারির দ্বিতীয় শনিবার উপলক্ষে ১২ তারিখে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
ফেব্রুয়ারির দ্বিতীয় রবিবার উপলক্ষে ১৩ তারিখ ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৫ ফেব্রুয়ারি ইম্ফল, কানপুর, লখনউতে মহম্মদ হযরত আলীর জন্মদিন / লুই-নাগাই-নি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৬ ফেব্রুয়ারি চণ্ডীগড়ে গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৮ ফেব্রুয়ারি দোলযাত্রা উপলক্ষে কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তী উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি বেলাপুর, মুম্বাই, নাগপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।