scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Bank merger impact: ১ জুলাই থেকে বাতিল হচ্ছে এই ব্যাঙ্কের IFSC code, পুরনো চেকবই!

Bank merger impact: ১ জুলাই থেকে বাতিল হচ্ছে এই ব্যাঙ্কের IFSC code, পুরনো চেকবই!
  • 1/7

একাধিক ব্যাঙ্কের সংযুক্তিকরণের ফলে বদলে যাচ্ছে গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বর। ব্যাঙ্কের সংযুক্তিকরণের ফলে গ্রাহকদের পুরনো অনলাইন অ্যাকাউন্ট, চেকবই অকেজো হয়ে যাচ্ছে। ফলে নতুন অনলাইন অ্যাকাউন্ট, চেকবই তৈরি করাটা জরুরি হয়ে পড়ছে। 

Bank merger impact: ১ জুলাই থেকে বাতিল হচ্ছে এই ব্যাঙ্কের IFSC code, পুরনো চেকবই!
  • 2/7

কেন্দ্র সরকার আগেই জানিয়েছিল যে, দেশের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের সংখ্যা হ্রাস করা হবে। গত বছর থেকেই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের সংযুক্তিকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Bank merger impact: ১ জুলাই থেকে বাতিল হচ্ছে এই ব্যাঙ্কের IFSC code, পুরনো চেকবই!
  • 3/7

গত ১ এপ্রিল, ২০২০ থেকে সিন্ডিকেট ব্যাঙ্কের (Syndicate Bank) সঙ্গে জুড়ে গিয়েছে কানাড়া ব্যাঙ্ক (Canara Bank)। এই কারণেই আগামী ১ জুলাই, ২০২১ থেকে কানাড়া ব্যাঙ্ক আর সিন্ডিকেট ব্যাঙ্কের IFSC code বদলে যাচ্ছে৷

Advertisement
Bank merger impact: ১ জুলাই থেকে বাতিল হচ্ছে এই ব্যাঙ্কের IFSC code, পুরনো চেকবই!
  • 4/7

ইতিমধ্যেই ১০টি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের সংযুক্তিকরণের পর ৪টি ব্যাঙ্ক গঠিত হয়েছে। এমন সরকারি ব্যাঙ্কের তালিকায় রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক আর ব্যাঙ্ক অফ বরোদা।

Bank merger impact: ১ জুলাই থেকে বাতিল হচ্ছে এই ব্যাঙ্কের IFSC code, পুরনো চেকবই!
  • 5/7

কানাড়া ব্যাঙ্কের (Canara Bank) সঙ্গে সিন্ডিকেট ব্যাঙ্ক (Syndicate Bank) জুড়ে যাওয়ার ফলে আগামী ১ জুলাই থেকে সিন্ডিকেট ব্যাঙ্কের (Syndicate Bank) IFSC code আর কাজ করবে না।

Bank merger impact: ১ জুলাই থেকে বাতিল হচ্ছে এই ব্যাঙ্কের IFSC code, পুরনো চেকবই!
  • 6/7

আগামী ১ জুলাই থেকে সংযুক্ত কানাড়া ব্যাঙ্কের সমস্ত গ্রাহককে নতুন IFSC code ব্যবহার করতে হবে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, ১ জুলাই থেকে NEFT অথবা RTGS বা IMPS ব্যবহার করার সময় কানাড়া ব্যাঙ্কের সমস্ত গ্রাহককে CNRB দিয়ে শুরু নতুন IFSC কোডের ব্যবহার করতে হবে৷

Bank merger impact: ১ জুলাই থেকে বাতিল হচ্ছে এই ব্যাঙ্কের IFSC code, পুরনো চেকবই!
  • 7/7

আগামী ১ জুলাই থেকে সংযুক্ত কানাড়া ব্যাঙ্কের IFSC code বদলে যাওয়ার ফলে বাতিল হয়ে যাবে সিন্ডিকেট ব্যাঙ্কের (Syndicate Bank) গ্রাহকদের পুরনো চেক বই। গ্রাহকদের নতুন চেক বইয়ের জন্য আবেদন জানাতে হবে।

Advertisement