scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Bank Holidays in August: আজ থেকে পর পর ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন তারিখগুলি

Bank Holidays in August: আজ থেকে পর পর ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন তারিখগুলি
  • 1/9

এই মাসে মোট ১৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক! রিজার্ভ ব্যাঙ্কের (RBI) হিসেব অনুযায়ী, আগস্টে মাসে দেশের বিভিন্ন প্রান্তে নানা পার্বন মিলিয়ে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। 

Bank Holidays in August: আজ থেকে পর পর ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন তারিখগুলি
  • 2/9

বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসবকে মাথায় রেখে এই ছুটির তালিকা তৈরি করা হয়। এই মাসে ব্যাঙ্কের ছুটির তালিকায় রয়েছে চারটি রবিবার, দ্বিতীয় আর চতুর্থ শনিবারের ছুটি। এ ছাড়াও কিছু ছুটি রয়েছে এই তালিকায়।

Bank Holidays in August: আজ থেকে পর পর ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন তারিখগুলি
  • 3/9

ব্যাঙ্কের ছুটির দিনগুলি আগে থেকে জানা থাকলে ব্যাঙ্কের জরুরি কাজ সেরে নেওয়ার ক্ষেত্রে পরিকল্পনা সেরে নেওয়া যায়। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) হিসেব অনুযায়ী, আজ থেকে পর পর পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে...

Advertisement
Bank Holidays in August: আজ থেকে পর পর ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন তারিখগুলি
  • 4/9

বিভিন্ন শহর অনুসারে, ১৯ আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবার মহররম বন্ধ থাকবে, ২০ আগস্ট ওনামের ছুটি এবং ২১ আগস্ট তিরুভোনামের ছুটি থাকবে।

Bank Holidays in August: আজ থেকে পর পর ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন তারিখগুলি
  • 5/9

২২ আগস্ট রবিবারের ছুটি। একই ভাবে, ২৩ আগস্ট সোমবার শ্রী নারায়ণ গুরু জয়ন্তী উপলক্ষে অনেক শহরে ব্যাংক বন্ধ থাকবে। এভাবেই দেশের বিভিন্ন প্রান্ত মিলিয়ে টানা পাঁচ দিন ব্যাংকের ছুটি থাকবে।

Bank Holidays in August: আজ থেকে পর পর ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন তারিখগুলি
  • 6/9

মহরমের কারণে ১৯ আগস্ট ব্যাঙ্কগুলি কাজ করবে না। আগরতলা, আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, পাটনা, রায়পুর, রাঁচি এবং শ্রীনগরে এই দিন ব্যাংক বন্ধ থাকবে।

Bank Holidays in August: আজ থেকে পর পর ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন তারিখগুলি
  • 7/9

একইভাবে, বেঙ্গালুরু, চেন্নাই, কোচি এবং তিরুঅনন্তপুরমের ব্যাঙ্কগুলি ওনামের কারণে ২০ আগস্ট বন্ধ থাকবে। তিরুভোনাম উপলক্ষে ২১ আগস্ট এবং শ্রী নারায়ণ গুরু জয়ন্তী উপলক্ষে ২৩ আগস্ট কোচি এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক ছুটি থাকবে।

Advertisement
Bank Holidays in August: আজ থেকে পর পর ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন তারিখগুলি
  • 8/9

জানা গিয়েছে, ব্যাঙ্কের টানা ছুটিতেও স্বাভাবিক ভাবেই মিলবে ATM পরিষেবা বা অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা। এখন অধিকাংশ মানুষই নেট ব্যাঙ্কিং বা ATM পরিষেবার উপর নির্ভরশীল।

Bank Holidays in August: আজ থেকে পর পর ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন তারিখগুলি
  • 9/9

বর্তমানে অধিকাংশ মানুষেরই ব্যাঙ্কের শাখায় যাওয়ার তেমন একটা প্রয়োজন পড়ে না। ব্যাঙ্কের ছুটির দিনগুলিতেও নেট ব্যাঙ্কিং বা ATM পরিষেবা চালু থাকায় কোনও সমস্যাই হবে না।

Advertisement