scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

চার রাজ্যে করোনার বাড়-বাড়ন্ত; বাংলায় ঢুকতে করোনার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক!

চার রাজ্যে করোনার বাড়-বাড়ন্ত; বাংলায় ঢুকতে করোনার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক!
  • 1/9

কিছুদিন নিয়ন্ত্রণে থাকার পর ফের মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা সংক্রমণ। দেশের ৫টি রাজ্যের হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত্রের সংখ্যা। এই পরিস্থিতিতে বাড়তি সতর্কতার পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকার।

চার রাজ্যে করোনার বাড়-বাড়ন্ত; বাংলায় ঢুকতে করোনার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক!
  • 2/9

ভিন রাজ্য থেকে এ রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মহারাষ্ট্র-সহ চার রাজ্য থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে করোনা পরীক্ষার রিপোর্ট দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে বাংলায়।

চার রাজ্যে করোনার বাড়-বাড়ন্ত; বাংলায় ঢুকতে করোনার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক!
  • 3/9

বুধবার নবান্ন থেকে এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি করেছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী।

Advertisement
চার রাজ্যে করোনার বাড়-বাড়ন্ত; বাংলায় ঢুকতে করোনার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক!
  • 4/9

নবান্নের ওই নির্দেশিকায় বলা হয়েছে, কেরল, মহারাষ্ট্র, কর্নাটক এবং তেলঙ্গানা থেকে এ রাজ্যে আসা প্রত্যেক কোভিড নেগেটিভ (RT-PCR) রিপোর্ট থাকা বাধ্যতামূলক।

চার রাজ্যে করোনার বাড়-বাড়ন্ত; বাংলায় ঢুকতে করোনার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক!
  • 5/9

আগামী ২৭ ফেব্রুয়ারি, দুপুর ১২টার পর থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে পশ্চিমবঙ্গে। বিমানযাত্রীদের ক্ষেত্রে তাঁদের উড়ানের ৭২ ঘণ্টা আগে কোভিড পরীক্ষা (RT-PCR) করাতে হবে বলে জানানো হয়েছে নবান্নের ওই নির্দেশিকায়।

চার রাজ্যে করোনার বাড়-বাড়ন্ত; বাংলায় ঢুকতে করোনার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক!
  • 6/9

বাংলার আগে দিল্লি-সহ কয়েকটি রাজ্য ইতিমধ্যেই মহারাষ্ট্র ও কেরল থেকে আসা যাত্রীদের জন্য কোভিড নেগেটিভ (RT-PCR) রিপোর্ট সঙ্গে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

চার রাজ্যে করোনার বাড়-বাড়ন্ত; বাংলায় ঢুকতে করোনার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক!
  • 7/9

দেশজুড়ে নতুন করে করোনা উদ্বেগের মূল কারণ মহারাষ্ট্র এবং কেরল। দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের প্রায় ৭৫ শতাংশই মহারাষ্ট্র এবং কেরলের বাসিন্দা।

Advertisement
চার রাজ্যে করোনার বাড়-বাড়ন্ত; বাংলায় ঢুকতে করোনার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক!
  • 8/9

তাই দিল্লি, উত্তরাখণ্ড, বাংলা থেকে জারি করা নির্দেশিকায় ওই রাজ্যের যাত্রীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লি সরকারের নির্দেশিকায় রয়েছে ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ এবং পঞ্জাব থেকে আসা যাত্রীরাও।

চার রাজ্যে করোনার বাড়-বাড়ন্ত; বাংলায় ঢুকতে করোনার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক!
  • 9/9

এ দিকে ২৭ ফেব্রুয়ারি থেকে হরিদ্বারে শুরু হতে চলেছে কুম্ভ মেলা। উত্তরাখণ্ডের সরকার কুম্ভ মেলায় আগত ভক্তদের করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক করেছে। এই স্বাস্থ্যবিধির মধ্যে কোভিড নেগেটিভ (RT-PCR) রিপোর্ট আর করোনার ভ্যাকসিন নেওয়া যাত্রীদেরই কুম্ভ মেলায় যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।

Advertisement