scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Cars Under 5 lakh: সস্তায় ভাল গাড়ি খুঁজছেন? ৫ লক্ষেই পেয়ে যাবেন এই ৫ চার চাকা

Car Under $.5 Lakh
  • 1/6

প্রথমবার গাড়ি কেনার ভাবনাচিন্তা করছেন। কম টাকায় কোন গাড়িটা কিনবেন ঠিক করতে পারছেন না! তাহলে আপনার জন্য রইল ৫টি গাড়ির সন্ধান- 

Maruti Alto 
  • 2/6

Maruti Alto 

আম আদমির গাড়ি হিসেবে খ্যাত মারুতি অল্টো। দেশের সবচেয়ে সস্তা গাড়ি এটিই। দাম ৩.২৫ লক্ষ টাকা থেকে শুরু। ৮০০সিসি-র ইঞ্জিন। সিএনজি ও পেট্রোল চালিত গাড়ি রয়েছে। ৪৭.৩৩ বিএইচপি শক্তি উৎপন্ন করে। পেট্রোল গাড়িতে মাইলেজ ২২ কিলোমিটার। ৩১ কিলোমিটার মাইলেজ সিএনজি গাড়ির। 
 

Maruti S-Presso
  • 3/6

Maruti S-Presso 

মারুতি এস-প্রেসো গাড়ি জনপ্রিয় হয়ে উঠেছে। প্রথমবার গাড়ি কিনতে হলে এটা উত্তম বিকল্প। ৩.৮৫ লক্ষ টাকা থেকে শুরু গাড়ির দাম। ১.০ এল থ্রি ইঞ্জিন রয়েছে গাড়িতে। পেট্রোল ও সিএনজি -দু'টি বিকল্প পাওয়া যায়। ম্যানুয়াল ও অটো টান্সমিশনও রয়েছে। ৬৭.০৫ শক্তি উৎপন্ন করে। মাইলেজও অল্টোর কাছাকাছি।    

 

Advertisement
Datsun redi-Go 
  • 4/6

Datsun redi-Go 

মারুতি এস-প্রেসোকে টক্কর দিচ্ছে ডেটসন রেডি-গো। ১.০ পেট্রোল ইঞ্জিন। আর একটি মডেল অল্টোর মতো ৮০০০ সিসি ইঞ্জিনের। দাম শুরু হচ্ছে ৩.৮৩ লক্ষ টাকায়। এক লিটার পেট্রোলে মাইলেজ দেয় ২২ কিলোমিটার। 

Renault Kwid 
  • 5/6

Renault Kwid 

হালেই রেনল্ট কিউড লঞ্চ হয়েছে। ৮০০০ সিসি-র ও ১.০ পেট্রোল ইঞ্জিনের মডেল পাওয়া যায়। ৬৭.০৬ বিএইচপি শক্তি উৎপন্ন করে। ৪.৪৯ লক্ষ টাকা থেকে দাম শুরু। এক লিটার পেট্রোলে মাইলেজ ২২ কিলোমিটার। 

Datsun Go Plus 
  • 6/6

Datsun Go Plus 

ডেটসন গো প্লাসের দাম শুরু ৪.২৫ লক্ষ টাকা থেকে। 
Datsun Go Plus দারুণ বিকল্প হতে পারে। ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন। যা ৬৭.০৫ বিএইচপি শক্তি উৎপন্ন করে। ১৯ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয় এই গাড়ি। 

Advertisement