দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন ইউনিটের জন্য একাধিক শূন্যপদে মোটা বেতনে কর্মী নিয়োগ করছে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL)!
সুপারভাইজার ট্রেনি (ফিনান্স) পদে নিয়োগ করা হচ্ছে। পাওয়ার সেক্টর, ইন্ডাস্ট্রি সেক্টর, কর্পোরেট অফিস-সহ বিভিন্ন জায়গায় মোট ৪০টি শূন্যপদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: দেশের যে কোনও বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেগুলার কোর্সে বৈণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অন্তত ৭০ শতাংশ নম্বর বা সমতুল্য গ্রেড পেতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের প্রতি বছরে বা সিমেস্টারে অন্তত ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
বয়সসীমা: ১ এপ্রিল, ২০২১ তারিখের হিসেবে প্রার্থীদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে তফশিলি জাতি-উপজাতির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছর, ওবিসি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৩ বছর, প্রতিবন্ধী প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ১০ বছর এবং অন্যান্যরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
প্রার্থী বাছাই করা হবে মোট ২ ধাপে। প্রথম ধাপে হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। সব প্রার্থীকে এই পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার মাধ্যমে সেরা ২০০ প্রার্থীকে বেছে নেওয়া হবে। প্রার্থী বাছাইয়ের দ্বিতীয় ধাপে হবে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনে সফল প্রার্থীদের নিয়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে।
বেতন: নিয়োগের পর প্রথম ১ বছর ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিংয়ের সময় বেসিক পে ৩২,০০০ টাকা। ট্রেনিং শেষে সুপারভাইজার পদে নিযুক্ত হলে তখন বেতন ৩৩,৫০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতাও মিলবে।
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন জানাতে হবে https://careers.bhel.in ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন জানানোর শেষ দিন ২৬ এপ্রিল, ২০২১।
যাঁরা কেন্দ্র অথবা রাজ্য সরকারের অটোনমাস বডিতে, পিএসইউ-তে কর্মরত, তাঁদের উপযুক্ত চ্যানেলের মাধ্যমে আবেদন করতে হবে। অথবা গ্রুপ ডিসকাশন পর্বের সময় তাঁদের “নো অবজেকশন সার্টিফিকেট” জমা দিতে হবে।
অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি বাবদ প্রার্থীদের যথাক্রমে ৩০০ টাকা ও ২০০ টাকা (সঙ্গে জিএসটি, ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত) জমা দিতে হবে। তফশিলি জাতি-উপজাতি প্রার্থী, প্রতিবন্ধী প্রার্থী ও প্রাক্তন সমরকর্মীদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। তাঁদের শুধুমাত্র প্রসেসিং ফি বাবদ ২০০ টাকা (সঙ্গে জিএসটি, ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত) দিতে হবে।