scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Amphan-এর স্মৃতি উস্কে বাংলায় আতঙ্ক বাড়াচ্ছে Super Cyclone Yaas!

Amphan-এর স্মৃতি উস্কে বাংলায় আতঙ্ক বাড়াচ্ছে Super Cyclone Yaas!
  • 1/8

পশ্চিমবঙ্গে ফের আছড়ে পড়তে চলেছে আর একটি শক্তিশালী সুপার সাইক্লোন! আমফানের (Amphan) বর্ষপূর্তিতেই বাংলায় ফের আতঙ্ক বাড়াচ্ছে সুপার সাইক্লোন ইয়াস (Super Cyclone Yaas)।

Amphan-এর স্মৃতি উস্কে বাংলায় আতঙ্ক বাড়াচ্ছে Super Cyclone Yaas!
  • 2/8

ফের প্রবল তাণ্ডবের আশঙ্কা করা হচ্ছে। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষেই আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন ইয়াস (Super Cyclone Yaas)।

Amphan-এর স্মৃতি উস্কে বাংলায় আতঙ্ক বাড়াচ্ছে Super Cyclone Yaas!
  • 3/8

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৩ মে থেকে ২৫ মে-র মধ্যে সুন্দরবন অঞ্চলে আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন ইয়াস (Super Cyclone Yaas)। এখান থেকেই সাইক্লোনের অভিমুখ বাংলাদেশের দিকে বাঁক নিতে পারে।

Advertisement
Amphan-এর স্মৃতি উস্কে বাংলায় আতঙ্ক বাড়াচ্ছে Super Cyclone Yaas!
  • 4/8

গত বছর ঠিক এই সময়েই সুপার সাইক্লোন আমফানের (Super Cyclone Amphan) দাপটে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল তছনছ হয়ে গিয়েছিল। এ বার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের মায়ানমার উপকূল ও আন্দামান দ্বীপপুঞ্জের মাঝে ফের ভারী নিম্নচাপ সৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

Amphan-এর স্মৃতি উস্কে বাংলায় আতঙ্ক বাড়াচ্ছে Super Cyclone Yaas!
  • 5/8

আবহাওয়া দফতরের পূর্বাভাসে যে ইঙিগিত মিলছে তাতে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের এই নিম্নচাপ আরও শক্তি বাড়াতে পারে! তবে যখন বাংলার সুন্দরবন অঞ্চলে এসে পড়বে, তখন এই ঝড়ের (Super Cyclone Yaas) শক্তি কত থাকতে পারে, এ সম্পর্কে এখনও কিছু নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

Amphan-এর স্মৃতি উস্কে বাংলায় আতঙ্ক বাড়াচ্ছে Super Cyclone Yaas!
  • 6/8

গত বছর লকডাউনে সুপার সাইক্লোন আমফানের (Super Cyclone Amphan) দাপটে বাংলা যে চরম বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল, এ বারেও সুপার সাইক্লোন ইয়াসের (Super Cyclone Yaas) আগমনে তেমনই ভয়াবহ অবস্থার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Amphan-এর স্মৃতি উস্কে বাংলায় আতঙ্ক বাড়াচ্ছে Super Cyclone Yaas!
  • 7/8

আবহবিদরা জানাচ্ছেন, আমাগী ২১ মে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় ঢুকে পড়ার কথা। এ দিকে আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞদের অনুমান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এসে পড়ার দু'দিনের মধ্যেই আন্দামান ও মায়ানমার উপকূলের মধ্যবর্তী এলাকায় নিম্নচাপ সৃষ্টির সব রকমের সম্ভাবনা রয়েছে।

Advertisement
Amphan-এর স্মৃতি উস্কে বাংলায় আতঙ্ক বাড়াচ্ছে Super Cyclone Yaas!
  • 8/8

আবহবিদদের অনুমান, গত বছর লকডাউনে সুপার সাইক্লোন আমফানের (Super Cyclone Amphan) মতোই এ বারেও সুপার সাইক্লোন ইয়াসের (Super Cyclone Yaas) প্রভাবে এখানকার তাপমাত্রা অনেকটাই বেড়ে যেতে পারে। শুধু তাই নয়, এর প্রভাব পড়তে পারে আসন্ন বর্ষাতেও!

Advertisement