scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Maruti-র সব মডেলে বাম্পার ছাড়, জলের দরে ঘরে আনুন যে কোনও গাড়ি

Maruti-র গাড়িতে বাম্পার ছাড়
  • 1/9

মারুতি সুজুকি ইন্ডিয়া নিজেদের গাড়ির ওপর বাম্পার ছাড় দিচ্ছে। এভাবে ওয়াগন আর এর মত জনপ্রিয় গাড়ি ১৪০ হাজার টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। আসুন জেনে নিই বাকি মডেলগুলির উপর কত টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
 

Maruti-র গাড়িতে বাম্পার ছাড়
  • 2/9

ওয়াগনারের ৪১ হাজার টাকা ছাড়

কোম্পানি সম্প্রতি ওয়াগনারের আপডেটেড ভার্সন লঞ্চ করেছে। এটি নতুন ইঞ্জিন এবং নতুন জমানার ফিচার্স এর সঙ্গে লঞ্চ করা হয়েছে। যদিও মার্চে কোম্পানির পুরনো দুটি মডেলের উপর ছাড় দিচ্ছে। এর মধ্যে ১.৪৪ হাজার টাকা পর্যন্ত এবং ৩০ হাজার টাকা পর্যন্ত সেভ করতে পারবেন। নতুন গাড়ির দাম ৫ লাখ ৩৯ হাজার টাকা থেকে শুরু হচ্ছে।

Maruti-র গাড়িতে বাম্পার ছাড়
  • 3/9

অল্টো তে পাওয়া যাচ্ছে ৩১ হাজার টাকা ছাড়

দেশের সবচেয়ে সস্তা গাড়ি মারুতি অল্টো আপনাকে ৩১ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। কোম্পানি ব্যবসা করছে কুড়ি বছর ধরে এবং নিজের আধিপত্য বজায় রেখেছে। ৮০০ সিসি ইঞ্জিনওয়ালা গাড়ি কম টাকায় ১১ হাজার টাকা পর্যন্ত বেনিফিট পাওয়া যাবে। এর দাম ৩ লাখ ২৫ হাজার টাকা থেকে শুরু হয়।

Advertisement
Maruti-র গাড়িতে বাম্পার ছাড়
  • 4/9

এসপ্রেসো ৩১ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে

এসপ্রেসো ভারতের হ্যাচবাক কারের মধ্যে অন্যতম সস্তা গাড়ি। এক্সপ্রেসোতে  বড় রকমের ছাড় মিলছে। এই গাড়ি কিনলে আপনি একটি ২০ হাজার টাকা পর্যন্ত সেভ করতে পারবেন। এসপ্রেসো ইন্টেরিয়ার ফিচারস নিজের সেগমেন্টে সবচেয়ে ভালো। গাড়িতে এর অটোমেটিক ভার্সনে ১৬ হাজার টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে। এর দাম ৩ লাখ ৮৫ হাজার টাকা থেকে শুরু হচ্ছে।

Maruti-র গাড়িতে বাম্পার ছাড়
  • 5/9

মারুতি ইকো

২৯ হাজার টাকা পর্যন্ত ছাড়। সস্তা ট্যাক্সি এবং কার্গোর কাজ চালানোর জন্য মারুতি ১১.২ লিটার পেট্রোল ইঞ্জিনের এই গাড়ি অত্যন্ত কার্যকর। সঙ্গে এটি ৫ সিটার এবং ৭ সিটার অপশনে কিনতে পারেন। মার্চে মারুটি ইকো ২৯ হাজার টাকা পর্যন্ত বেনিফিট দিচ্ছে। এর দাম ৪ লাখ ৫৩ হাজার টাকা থেকে শুরু হচ্ছে।

Maruti-র গাড়িতে বাম্পার ছাড়
  • 6/9

সুইফট-এ বাঁচবে ২৭০০০ টাকা

ফেব্রুয়ারিতে দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি। ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ার বক্সের অপশনে পাওয়া যাচ্ছে। এর ১.২ লিটারের ডুয়েল ইঞ্জিন এর ম্যানুয়াল ট্রান্সমিশন মোড অন মার্চ ২৭ হাজার টাকা পর্যন্ত এবং অটোমেটিক মডেল ১৭ হাজার টাকা পর্যন্ত বেনিফিট দিচ্ছে। দিল্লিতে এক্স শোরুম দাম ৫ লাখ ৯০ হাজার টাকা থেকে শুরু।

Maruti-র গাড়িতে বাম্পার ছাড়
  • 7/9

ডিজায়ার পাবেন ২৭০০০ টাকা ছাড়ে

মারুতি সুজুকি ডিজায়ার মার্চে ২৭ হাজার টাকা পর্যন্ত বেনিফিট দিচ্ছে। এর মধ্যে সুইফট এর মত ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে। যার ম্যানুয়াল ভ্যারিয়েন্টে ২৭ হাজার টাকা এবং অটোমেটিক ভেরিয়েন্টে ১৭ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। দাম ৬ লাখ ৯ হাজার টাকা থেকে শুরু হচ্ছে।

Advertisement
Maruti-র গাড়িতে বাম্পার ছাড়
  • 8/9

সেলেরিও দিচ্ছে সবচেয়ে বেশি মাইলেজ

মারুতি সেলেরিও নতুন ভার্সন মার্কেটে এসেছে কয়েক মাস হল। কিন্তু এর মধ্যে সব ভেরিয়েন্টে ২৬ হাজার টাকা পর্যন্ত বেনিফিট পাওয়া যাচ্ছে। এর মধ্যে ১.০ লিটার পেট্রোল ইঞ্জিন আছে। যার দাম ৫ লাখ ১৫ হাজার টাকা থেকে শুরু। কোম্পানির দাবি এটি ১ লিটার পেট্রোলের ২৬.৬৮ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এই দেশে সবচেয়ে বেশি মাইলেজ গাড়ি।

Maruti-র গাড়িতে বাম্পার ছাড়
  • 9/9

ভিতারা ব্রিজায় ছাড় ৩০০০০ টাকা

মারুটি ভিতারা ব্রিজা নতুন ভার্সন লঞ্চ করতে চলেছে। কিন্তু মার্চেই বর্তমান মডেলে ২২ হাজার টাকা পর্যন্ত সেভিংস এর সুবিধা দিচ্ছে । ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিনের ইতিহাসে এটি দিল্লিতে শোরুম দাম ৭ লাখ ৬৯ হাজার টাকা থেকে শুরু হচ্ছে। যদিও এই সমস্ত গাড়ির দাম এবং ডিসকাউন্ট আলাদা আলাদা শহরের হিসেবে সামান্য রদবদল হতে পারে। এ জন্য আপনাকে স্থানীয়দের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে নিতে হবে।

Advertisement