scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

PM Kisan Samman Nidhi-র টাকা পাননি? যোগাযোগ করুন এই নম্বরে

PM Kisan Samman Nidhi-র টাকা পাননি? যোগাযোগ করুন এই নম্বরে
  • 1/6

দেশের সাড়ে ৯ কোটি কৃষককে নবম দফার কৃষক সম্মান নিধির (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) টাকা তুলে দেনয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এর মধ্যে রয়েছে বাংলার ৭ লক্ষ কৃষকের নামও।

PM Kisan Samman Nidhi-র টাকা পাননি? যোগাযোগ করুন এই নম্বরে
  • 2/6

নবম দফার কৃষক সম্মান নিধির (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) টাকা দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, কৃষকদের জৈবিক চাষে উৎসাহ দেওয়া হচ্ছে। ছোট ও প্রান্তিক কৃষকরা যাতে ব্যাঙ্ক থেকে সহজে কৃষি ঋণ পান তার জন্য এখন Kisan credit card দেওয়া হচ্ছে।

PM Kisan Samman Nidhi-র টাকা পাননি? যোগাযোগ করুন এই নম্বরে
  • 3/6

প্রধানমন্ত্রী জানান, কৃষকদের উন্নয়নে এখনও পর্যন্ত ২ লক্ষ কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে। করোনা সঙ্কটকালে কৃষকদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধাও এনেছে কেন্দ্রীয় সরকার। এখনও পর্যন্ত ১০ কোটি ৮২ লক্ষ কৃষক Kisan Samman Nidhi-র টাকা পেয়েছেন।

Advertisement
PM Kisan Samman Nidhi-র টাকা পাননি? যোগাযোগ করুন এই নম্বরে
  • 4/6

এই প্রকল্পের আওতায় বছরে ৬ হাজার টাকা পান দেশের কৃষকরা। এই Kisan Samman Nidhi-র মোট ৬ হাজার টাকা দেওয়া হয় ৩টি কিস্তিতে। তারই নবম কিস্তির ২,০০০ টাকা সম্প্রতি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে।

PM Kisan Samman Nidhi-র টাকা পাননি? যোগাযোগ করুন এই নম্বরে
  • 5/6

কিন্তু এখনও অনেকের অ্যাকাউন্টেই টাকা জমা পড়নি। তবে যাঁদের অ্যাকাউন্টে টাকা এখনও জমা হয়নি, তাঁদের চিন্তার কোনও কারণ নেই! কারণ, টাকা না পেলে সরকারি হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। এছাড়া স্থানীয় কৃষি আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করা যাবে।

PM Kisan Samman Nidhi-র টাকা পাননি? যোগাযোগ করুন এই নম্বরে
  • 6/6

টাকা না পেলে অভিযোগ জানাতে ফোন করুন এই হেল্পলাইন নম্বরে 011 24300606 অথবা 011 23381092৷ এই দুটি নম্বর ছাড়াও সোম থেকে শুক্রবার PM KISAN Help Desk-এ ই-মেলে (pmkisan ict@gov.in) যোগাযোগ করতে পারবেন৷

Advertisement