scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Ayushman Card : এবার আসছে Ayushman Card, ৩১ রাজ্য সামিল প্রকল্পে; বাংলা আছে?

প্রতীকী ছবি
  • 1/6

আয়ুষ্মান ভারত কার্ডের (Ayushman Bharat Card) পরিবর্তে এবার আয়ুষ্মান কার্ড (Ayushman Card) আনছে ভারত সরকার, যা কেন্দ্র ও রাজ্য উভয় সরকারেরই স্বাস্থ্য প্রকল্পগুলিকে একত্রিকরণ করবে। 

প্রতীকী ছবি
  • 2/6

তাতে রাজ্য ও কেন্দ্র, উভয়ের লোগোও থাকবে। ইতিমধ্যেই এই কার্ড তৈরির কাজ জোরকদমে শুরু হয়ে গিয়েছে বলে খবর। 

প্রতীকী ছবি
  • 3/6

তবে কিছু রাজ্য সরকারই এটা চাইছে না বলে জানা যাচ্ছে। সূত্রের খবর ৩১টি রাজ্য ইতিমধ্যেই এই প্রকল্পে যোগ দিয়েছে। 

আরও পড়ুনব্রেকফাস্টে কী খাবার খেলে আপনার এনার্জি লেবেল থাকবে হাই? জানুন

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

দিল্লি, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা এখনও স্বাস্থ্য প্রকল্পে যোগ দেয়নি। পাশাপাশি তেলেঙ্গানা এবং তামিলনাড়ুর সম্মতির জন্যও অপেক্ষা করা হচ্ছে।
 

প্রতীকী ছবি
  • 5/6

তথ্য বলছে, ১৭ অগাস্ট পর্যন্ত ১৮.৮১ কোটি মানুষের ভেরিফিকেশন হয়ে গিয়েছে এবং ১৪.১২ কোটি আয়ুষ্মান কার্ড ইস্যুও করা হয়ে গিয়েছে। 

প্রতীকী ছবি
  • 6/6

PM-JAY এবং রাজ্যের লোগোর জন্য সমান জায়গা বরাদ্ধ করা হচ্ছে বলেই খবর। ইংরেজি এবং স্থানীয়, দু'টি ভাষায় তৈরি করা হচ্ছে এই আয়ুষ্মান কার্ড।

Advertisement